ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

এএফসি চ্যালেঞ্জ লিগ

পারো এফসির কাছে হেরে বসুন্ধরা কিংসের বিদায়

আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ১১:৩৮ পিএম

এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্ব থেকে শূন্য হাতে বিদায় নিতে হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে। টানা তিন ম্যাচে হার দেখতে হয়েছে ভ্যালেরি তিতের দলকে। যদিও আজকের পারো এফসির বিপক্ষের ম্যাচটি ছিল নিয়মরক্ষার। নিয়মরক্ষার এ ম্যাচে এগিয়ে থেকেও ২-১ গোলে হারতে হয়েছে ভুটানের পারো এফসির কাছে।

এই গ্রুপ থেকে অস্কার ব্রুজনের ইস্টবেঙ্গল ৩-২ গোলে লেবাননের নেজমেহকে হারিয়ে গ্রুপসেরা হয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে। 

কিংসের ইতিহাসে এবারই এএফসির প্রতিযোগিতায় শূন্য হাতে, মানে কোনও পয়েন্ট না পেয়ে বিদায় নিতে হয়েছে।

থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচের তৃতীয় মিনিটেই সুযোগ হারান কিংসের রাকিব। অনেকটা পথ বল নিয়ে দৌড়ে অফসাইড ফাঁদ ভেঙে বক্সে ঢুকে পড়ে এই ফরোয়ার্ডের শট পারোর এক ডিফেন্ডার ব্লক করে দেন। আক্রমণের ধারা ধরে রেখে ১২ মিনিটে গোল পেয়ে যায় কিংস। বাম দিক থেকে ফয়সাল আহমেদ ফাহিমের নিচু করে নেওয়া ক্রসে অনায়াসে জালে বল পাঠান ফর্টিস এফসি থেকে ধারে নেওয়া ইউক্রেনের ভ্যালেরি গ্রিশিন। 

২৪ মিনিটে অবশ্য সমতা ফেরায় পারো। গোল করেন নেমা ওয়াংডি। 

৩২ মিনিটে আবারও সহজ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ রাকিব। পারোর দুই ডিফেন্ডাড়কে ফাঁকি দিয়ে বক্সে ঢুকে পড়েছিলেন, গোলকিপারকেও বোকা বানান কিন্তু তিনি বল পোস্টে রাখতে পারেননি। 

বিরতি থেকে ফিরে পিছিয়ে হতাশা আরও বাড়ে কিংস শিবিরে। ৫৪ মিনিটে ডান দিক থেকে আসা ক্রস ফেরাতে গিয়ে নিজেদের জালেই পাঠান সেন্টার ব্যাক জশুর জুমায়েভ।

নেজমেহ ম্যাচে সাদ উদ্দিনের আত্মঘাতী গোলে হেরেছিল কিংস। পারোর বিপক্ষেও হারতে হলো সেই আত্মঘাতী গোলেই। 

যোগ করা সময়ে মজিবর রহমান জনির জোরালো শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে সব আশা শেষ হয়ে যায় রাকিব-তপুদের। 

MMS
আরও পড়ুন