ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

এমবাপ্পের গোলে জয় পেল রিয়াল মাদ্রিদ

অবশেষে মাদ্রিদের জার্সিতে গোলখরা কাটালেন কিলিয়ান এমবাপ্পে

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ০৯:২৪ এএম

চ্যাম্পিয়নস লিগে নিজেদের অবস্থান ধরে রাখলো রিয়াল মাদ্রিদ। গেটাফেকে ২-০ হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা। পরের ম্যাচ জিতলেই বার্সাকে টপকে শীর্ষে উঠবে মাদ্রিদের ক্লাব। অবশেষে মাদ্রিদের জার্সিতে গোলখরা কাটালেন কিলিয়ান এমবাপ্পে।

লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লীগে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন মাদ্রিদের ফ্রেঞ্চ ফরোয়ার্ড এমবাপ্পে। তার দুর্দান্ত পারফর্মেন্সে উচ্ছ্বসিত কোচ কার্লো আনচেলোত্তি। চোটের কারণে ভিনিসিয়ুস, কার্ভাহালসহ দলের একাধিক মূল খেলোয়াড়েরা অনুপস্থিত। এরপরেও লীগে জয়ের ধারা অব্যাহত রিয়াল মাদ্রিদের।

ঘরের মাঠে শুরু থেকে আক্রমণ করলেও গোলের দেখা পাচ্ছিলেন না আনচেলোত্তি শিষ্যরা। ম্যাচের ৩০ মিনিটে বক্সের ভেতর রুডিগারকে ফাউল করে বসেন গেটাফে ফুটবলার নায়ম, পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ। সেখান থেকে গোল করে দলকে এগিয়ে দেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম।

তার ৮ মিনিট পরে বেলিংহামের ক্রস থেকে দারুণ এক শটে বল জালে জড়ান এমবাপ্পে। সেপ্টেম্বরের পর এবারই প্রথম টানা লা লিগার টানা দুই ম্যাচে গোলের দেখা পেলেন এমবাপ্পে। লিভারপুলের বিপক্ষে পেনাল্টি মিসের পর তার ওপর সমালোচনার ঝড় বয়ে যায়। এই গোলে যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন তিনি।

ম্যাচের পর কোচ আনচেলোত্তি বলেন, ‘গোলটি চমৎকার ছিল। তার পুরো খেলাই অসাধারণ ছিল।’ তিনি আরও বলেন, ‘এমবাপ্পে অসাধারণ খেলেছে। গুরুত্বপূর্ণ গোলের পাশাপাশি সুযোগও তৈরি করেছে কয়েকটি। তার কাছ থেকে গোল পাওয়াটা আমাদের জন্য স্বস্তির বিষয়।’

বেলিংহামের চোট নিয়ে কার্লো বলেন, ‘ও ঘাড়ে ব্যথা পেয়েছিল। তাই তাকে বদলি করা হয়। আশা করি, সে কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে উঠবে।’

১৪ ম্যাচে ১০ জয়, তিন ড্রতে ৩৩ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ বেশি খেলে ৩৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে বার্সেলোনা।

MB
আরও পড়ুন