ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়াল মাদ্রিদের বড় জয়

অন্তত তিনবার ভালো সুযোগ পেয়েছিল ভায়োদলিদ। কিন্তু তিনবারই রিয়ালকে বাঁচিয়েছেন গোলরক্ষক থিবো কোর্তয়া।

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ০৯:৪২ এএম

রিয়াল মাদ্রিদের জার্সিতে প্রথম হ্যাটট্রিক পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে। দারুণ ফিনিশিংয়ে দুই গোল করার পর স্পটকিক থেকে গোল করে পূরণ করলেন হ্যাটট্রিক। এমবাপের হ‍্যাটট্রিকে লা লিগার ম‍্যাচে রিয়াল ভায়াদোলিদকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। 

শনিবার (২৫ জানুয়ারি) প্রতিপক্ষের মাঠে ৩-০ গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।

এতে রিয়াল মাদ্রিদও স্বাগতিক রিয়াল ভায়োদলিদকে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল। ২১ ম্যাচে ১৫ জয় ও ৪ ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। সমান ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে দুইয়ে অ্যাতলেটিকো মাদ্রিদ। 

প্রতিপক্ষের মাঠে আধিপত্য ছিল রিয়ালেরই, তবে অন্তত তিনবার ভালো সুযোগ পেয়েছিল ভায়োদলিদ। কিন্তু তিনবারই রিয়ালকে বাঁচিয়েছেন গোলরক্ষক থিবো কোর্তয়া।

এদিন ৩০ মিনিটে ডেডলক ভাঙে রিয়াল। জুড বেলিংহ্যামের দারুণ পাস থেকে বল পেয়ে জোরাল আড়াআড়ি শটে জাল খুঁজে নেন এমবাপ্পে।

সব প্রতিযোগিতা মিলিয়ে এটি ৩২ ম্যাচে রিয়ালের ফরাসি তারকার ২০তম গোল। তবে এখানেই থেমে থাকেননি তিনি।

দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। প্রতি আক্রমণে দারুণ গতিতে বল নিয়ে ভায়োদলিদের ডি-বক্সে ঢুকে পড়েন এমবাপ্পে। চাইলে নিজেই শট নিতে পারতেন। কিন্তু এই ব্রাজিলিয়ান সেটি না করে আড়াআড়ি বল বাড়ান এমবাপ্পেকে। নিখুঁত শটে বল জালে জড়ান এই ফরাসি।

দারুণ ফর্মে থাকা এমবাপ্পের এটি রিয়ালের হয়ে শেষ পাঁচ ম্যাচে সপ্তম গোল।

রিয়ালের জার্সিতে এমবাপ্পে প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন যোগ করা সময়ে। স্পটকিক থেকে গোল করেন তিনি। রিয়াল থেকেই ভায়োদলিদে ধারে খেলা মার্তিন বেলিংহ্যামকে ফাউল করলে রেফারি তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখানোর পাশাপাশি পেনাল্টির বাঁশি বাজান।

AA/AHA
আরও পড়ুন