ইরান-ইসরায়েল উত্তেজনায় ট্রাম্পকে রোনালদোর বার্তা

আপডেট : ১৮ জুন ২০২৫, ০১:০৮ পিএম

পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো তার ফুটবল ক্যারিয়ারের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডের জন্য পরিচিত। তিনি বিভিন্ন দাতব্য সংস্থাকে সহায়তা করেন এবং বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানেও কাজ করেন। এমনকি ফিলিস্তিনি ইস্যুতে কয়েকবার কথাও বলেছেন তিনি। 

এবার ইরান ও ইসরায়েলের উত্তেজনার মাঝেই এক শান্তির  প্রতীকী বার্তা পাঠালেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

বর্তমানে কানাডার আলবার্টায় অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে যোগ দিচ্ছেন ট্রাম্প। সেখানে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট এবং পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী অ্যান্টোনিও কস্তার সঙ্গে এক বৈঠকে অংশ নেন তিনি। 

আর কস্তার মাধ্যমেই ট্রাম্পের হাতে এই বিশেষ উপহার পৌঁছে দিয়েছেন রোনালদো। তার সই করা একটি পর্তুগাল জাতীয় দলের জার্সি উপহার দিয়েছেন ট্রাম্পকে। যেটা লেখা ছিল-প্লেইং ফর পিস (Playing for Peace)। যে জার্সিটি রোনালদো পাঠিয়েছে সেটি আন্তর্জাতিক ম্যাচে পরেছেন তিনি। 

জার্সি পাওয়ার পর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’ এ ট্রাম্প লিখেছেন, আমরা খুব শিগগিরই ইসরায়েল ও ইরানের মধ্যে শান্তি আনতে যাচ্ছি! এখন চলছে প্রচুর কল আর মিটিং।

RA/SN
আরও পড়ুন