ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

জুনিয়র মহিলা দাবায় চ্যাম্পিয়ন ওয়াদিফা

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৫ এএম

শেখ রাসেল ৪১ তম জাতীয় জুনিয়র (অনুর্ধ্ব-২০) দাবা চ্যাম্পিয়নশিপে বালিকা বিভাগে বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ চ্যাম্পিয়ন হয়েছেন। মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ ৮ খেলায় পূর্ণ ৮ পয়েন্ট নিয়ে এক রাউন্ড আগেই বালিকা বিভাগের শিরোপা জয় করেন।

অষ্টম রাউন্ড শেষে বালিকা বিভাগে মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবু দ্বিতীয় স্থানে এবং ছয় পয়েন্ট নিয়ে মানিকগঞ্জের মহিলা ক্যান্ডিডেট মাস্টার কাজী জারিন তাসনিম তৃতীয় স্থানে রয়েছেন।

ওপেন বিভাগে অষ্টম রাউন্ড শেষে বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার মনন রেজা নীড় ও পাবনার ক্যান্ডিডেট মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ সাড়ে সাত পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় যুগ্মভাবে শীর্ষে রয়েছেন। সাড়ে ছয় পয়েন্ট নিয়ে বাংলাদেশ আনসারের স্বর্নাভো চৌধুরী ও আয়ান রহমান যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন।

ছয় পয়েন্ট নিয়ে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, ফিদে মাস্টার নাইম হক, মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম, ক্যান্ডিডেট মাস্টার মো. সাজিদুল হক, আফনান জারিফ হক, মোহাম্মদ শফিকুল ইসলাম ও সাদাত কিবরিয়া অয়ন।

আজ ওপেন বিভাগে শিরোপা নিষ্পত্তি হবে। মনন রেজা নীড় ও সাকলাইনের মধ্যে একজনের শিরোপা জেতার সম্ভাবনাই বেশি।

SN
আরও পড়ুন