ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

এলিগেন্ট আমন্ত্রণমূলক রেটিং দাবা

আপডেট : ০৩ মে ২০২৪, ০৮:৩৭ এএম

এলিগেন্ট আমন্ত্রণমূলক ফিদে রেটিং দাবা প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডের খেলা শেষে বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার মনন রেজা নীড় ও বাংলাদেশ পুলিশের ক্যান্ডিডেট মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ যুগ্মভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।

বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক মাস্টার আবু সফিয়ান শাকিল ও ফিদে মাস্টার নাইম হক এবং তিতাস ক্লাবের ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ দুই পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন।

বৃহস্পতিবার (২ মে) বিকেলে তৃতীয় রাউন্ডের খেলা বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত হয়। তৃতীয় রাউন্ডের খেলায় ফিদে মাস্টার মনন রেজা নীড় ফিদে মাস্টার মো. তৈয়বুর রহমানকে পরাজিত করেন। ক্যান্ডিডেট মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুমকে পরাজিত করেন। এছাড়াও ফিদে মাস্টার নাইম হক আন্তর্জাতিক মাস্টার আবু সফিয়ান শাকিলকে ও ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমানকে পরাজিত করেন। 

শুক্রবার (৩ মে) বিকেল সাড়ে তিনটায় একই স্থানে চতুর্থ রাউন্ডের খেলা শুরু হবে। চতুর্থ রাউন্ডের খেলায় ক্যান্ডিডেট মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ফিদে মাস্টার মেহেদী হাসারন পরাগের, ফিদে মাস্টার নাইম হক ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমানের, ফিদে মাস্টার মনন রেজা নীড় আন্তর্জাতিক মাস্টার আবু সফিয়ান শাকিলের এবং মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম ফিদে মাস্টার মো. তৈয়বুর রহমানের মুখোমুখি হবেন ।

SN/FI
আরও পড়ুন