নারী কাবাডি বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ছিল ২০১২ সালের প্রথম বিশ্বকাপ ফাইনালের রি-ম্যাচ। মুখোমুখি হয় ভারত ও ইরান। ১৩ বছর আগের সেই আধিপত্য ধরে রাখল ভারত। রোমাঞ্চকর লড়াইয়ে ইরানকে ৩৩-২১ পয়েন্টে হারিয়ে ফাইনালে উঠল বর্তমান চ্যাম্পিয়নরা।
২০১২ সালে পাটনায় হওয়া প্রথম নারী বিশ্বকাপে ইরানকে ২৫-১৯ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। রোববার (২৩ নভেম্বর) মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্রথম রেইডে ইরান ব্যর্থ হওয়ার পর ভারত প্রথম রেইডে পয়েন্ট তুলে নেয়। দ্বিতীয় রেইডেও পারেনি ইরান।
তাদের রিভিউ আবেদনও হয় ব্যর্থ। ভারত আবারও পয়েন্ট তুলে নেয়। চতুর্থ মিনিটে এসে পয়েন্টের খাতা খোলে ইরান। তখন স্কোরলাইন ৩-১। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে অষ্টম মিনিটের মধ্যে ৫-৫ সমতায় ফিরেছিল মধ্যপ্রাচ্যের দেশটি।
এ অর্ধের শেষ দিকে কৌশলী হয় ইরান। রেইডে পয়েন্ট তোলার চেয়ে ট্যাকলে পাঁচ জনের দলে পরিণত হওয়া ভারতকে অলআউট করার দিকে মনোযোগী হয় তারা, কিন্তু পেরে ওঠেনি। ১৫-১০ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায় প্রথম আসরের চ্যাম্পিয়ন ভারত।
দ্বিতীয়ার্ধের শুরুতে সাবধানী ছিল দুই দলই। এ অর্ধে সাঞ্জু দেবিকে আটকে প্রথম পয়েন্ট তুলে নেয় ইরান। দ্রুতই ব্যবধান ৫ পয়েন্টে নিয়ে যায় এশিয়ান গেমসে তিনটি স্বর্ণপদক জেতা ভারত। সময় গড়ানোর সাথে ইরানকে আরও চেপে ধরে তারা।
এ অর্ধের নবম মিনিটে ইরানকে অল আউট করে ২৭-১৭ পয়েন্টে এগিয়ে যায় ভারত। প্রতিপক্ষ অনেকটা ধরাছোঁয়ার বাইরে চলে গেলেও হাল ছাড়েননি জাহরা-ফাতেমেহরা, কিন্ত টেকনিকে এগিয়ে থাকা ঋতু-পূজাদের মুকুট ধরে রাখার শেষ মঞ্চে ওঠা আটকাতে পারেননি তারা। ৩৩-২১ পয়েন্টে হেরে ব্রোঞ্জ নিয়ে টুর্নামেন্ট শেষ করতে হয় গত আসরের রুপা জয়ী ইরানকে।
