কুমিরের পেট থেকে জীবন্ত মানুষ বের হওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ওই ভিডিওতে দেখা যায়, ঘাসের ওপর শুয়ে আছে কুমিরটি। তার লেজ ধরে রেখেছেন এক ব্যক্তি। এর মধ্যে কুমিরটি হাঁ করে। তখন কুমিরের মুখের ভেতর থেকে এক ব্যক্তি হাত বাড়ান। সেই হাত ধরে অন্য এক ব্যক্তি তাকে কুমিরের পেট থেকে বের করে আনছেন।
দেখা যায়, রক্তখেকো এই প্রাণী মূলত রোবট। এই রোবটটি দেখতে জীবন্ত কুমিরের মতোই। যা দেখে অভিভূত দর্শকেরা।
সূত্র : এনডিটিভি
