ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

৬১ তে মা হলেন তিনি!

‘৬১ বছর বয়সে শিশুর জন্মদান প্রমাণ করে যে, চিকিৎসা বিজ্ঞানে অনেক কিছুই সম্ভব।’

আপডেট : ১৭ মার্চ ২০২৫, ০৮:২২ পিএম

একজন নারী নির্দিষ্ট বয়সের পর আর  মা হতে পারেন না। চিকিৎসা বিজ্ঞান এতোদিন এমনটি বলে এসেছে।  কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ৬১ বছর বয়সে মা হয়েছেন এক নারী। এ ঘটনাটি ঘটেছে উত্তর মেসিডোনিয়ায়। 

দেশটিতে বর্তমানে সবচেয়ে বেশি বয়স্ক মা তিনি। ওই মায়ের ছেলের নাম পেটার। সম্প্রতি দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছে এ তথ্য। তবে ওই ‘বিস্ময়কর মা’র নাম প্রকাশ করা হয়নি।

স্কোপজে ইউনিভার্সিটি ক্লিনিক অব গাইনোকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স-এ ইন ভিট্রো ফার্টিলাইজেশনের মাধ্যমে জন্ম হয়েছে শিশুটির। ক্লিনিকের পরিচালক ইরেনা আলেক্সিওস্কা পাপেস্তিয়েভ এই অর্জনকে চিকিৎসা বিজ্ঞানের একটি মাইলফলক হিসেবে স্বাগত জানিয়েছেন।

তিনি বলেন, ‘৬১ বছর বয়সে শিশুর জন্মদান প্রমাণ করে যে, চিকিৎসা বিজ্ঞানে অনেক কিছুই সম্ভব।’

এর আগে গর্ভাবস্থায় ওই নারী উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বেশ কিছু রোগে ভুগছিলেন। তখন চিকিৎসকরা তাকে রেখেছিলেন সার্বক্ষণিক পর্যবেক্ষণে। তবে আশার কথা চ্যালেঞ্জ সত্ত্বেও সম্প্রতি মা ও শিশু সুস্থ অবস্থায় বাসায় ফিরেছেন।

মা হওয়ার জন্য ওই নারী বছরের পর বছর ধরে ১০টি পৃথক ইন ভিট্রো চিকিৎসার মধ্যে দিয়ে যাচ্ছিলেন। তবে শেষ পর্যন্ত সফল হয়েছেন তিনি। তার ৬৫ বছর বয়সী স্বামী সন্তানের আগমনে বেশ খুশি।

 

MN
আরও পড়ুন