ঢাকা
মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ইতিহাসের হারানো যে শহরগুলো আজও প্রশ্ন জাগায়

আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ১০:২০ পিএম

সভ্যতার ইতিহাস মানেই শুধু উন্নতির নয়, হারানোরও এক দীর্ঘ উপাখ্যান। সময়ের আবর্তে বহু শহর উঠে এসেছে মানুষের শিল্প, জ্ঞান আর কল্পনার চূড়ায়; আবার ধ্বংস হয়েও গেছে একদম নিঃশব্দে। ইতিহাসবিদ আর প্রত্নতত্ত্ববিদরা আজও সেই হারানো নগরগুলোর ধ্বংসাবশেষ ঘেঁটে খুঁজে চলেছেন উত্তর তবুও কিছু শহর ঘিরে রহস্যের জাল আজও কাটেনি।

চলুন জেনে নেওয়া যাক এমন ছয়টি প্রাচীন শহর সম্পর্কে, যেগুলোর রহস্য আজও অমীমাংসিত-

আটলান্টিস

প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটো-ই প্রথম কথা বলেন আটলান্টিস নিয়ে। তিনি এক সমৃদ্ধশালী, প্রযুক্তিতে উন্নত শহরের কথা বলেন, যা নাকি এক ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে সমুদ্রগর্ভে তলিয়ে যায়।

কিন্তু প্রশ্ন হলো এই শহর কি আদৌ অস্তিত্বশীল ছিল? কেউ বলেন ভূমধ্যসাগরে ছিল এর অবস্থান, কেউ বলেন আটলান্টিক বা ক্যারিবিয়ান অঞ্চলে। স্যাটেলাইট ইমেজ, সমুদ্রতল খনন সব চেষ্টা সত্ত্বেও কোনো নির্দিষ্ট প্রমাণ আজও মেলেনি। ফলে আটলান্টিস আজও এক অলীক বাস্তবতা আর চিরন্তন রহস্য।

মাচু পিচু

পেরুর আন্দিজ পর্বতের চূড়ায় দাঁড়িয়ে থাকা মাচু পিচু এক বিস্ময়কর ইনকা শহর। ১৫শ শতকে নির্মিত এই শহর আবার পুনরাবিষ্কৃত হয় ২০শ শতকে।

কিন্তু শহরটি আদৌ কি রাজপ্রাসাদ ছিল, না কি ধর্মীয় কেন্দ্র, না গবেষণাগার? পাহাড়ের মাথায় কীভাবে চলত কৃষি ব্যবস্থা আর পানি সরবরাহ? এত নিখুঁত পরিকল্পনার পেছনে উদ্দেশ্য কী ছিল? এসব প্রশ্ন আজও রয়ে গেছে ইতিহাসের পাতায়।

মোহনজো-দারো

প্রাচীন সিন্ধু সভ্যতার অন্যতম নিদর্শন মোহনজো-দারো আজকের পাকিস্তানে অবস্থিত। সাড়ে চার হাজার বছর আগে এখানে ছিল পরিকল্পিত নগরায়ণ, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বিশাল স্নানাগার যা আধুনিক সভ্যতাকেও বিস্মিত করে।

তবুও হঠাৎ করেই মানুষ এই শহর ফেলে রেখে চলে যায়। কেন? ভূমিকম্প? বন্যা? যুদ্ধ? সবই অনুমান। কঙ্কালগুলো বলে দেয় মৃত্যু হয়েছিল হঠাৎ। কিন্তু কেন, কীভাবে, কারা? উত্তর আজও নেই।

পম্পেই

খ্রিস্টপূর্ব ৭৯ সালে ভিসুভিয়াস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে মুহূর্তেই মুছে যায় ইতালির পম্পেই শহর। কিন্তু অবাক করার বিষয় হলো, ছাইয়ে ঢাকা শহরটি এতটাই ভালোভাবে সংরক্ষিত ছিল যে, সেই সময়ের জীবনযাত্রা আজও চোখের সামনে তুলে আনা যায়।

তবুও প্রশ্ন থেকে যায় কেন তারা আগ্নেয়গিরির ছায়ায় থেকেছিল? বিপদের ইঙ্গিত কি তারা পাননি, নাকি পেয়েও উপেক্ষা করেছিলেন?

অ্যাঙ্কর ওয়াট

কম্বোডিয়ার জঙ্গলে অবস্থিত অ্যাঙ্কর ওয়াট শুধু এক বিশাল মন্দির নয়, বরং একসময়কার খেমার সাম্রাজ্যের প্রাণকেন্দ্র। হাজার হাজার মন্দির, প্রাসাদ আর বসতির এই শহর হঠাৎ করেই ১৫শ শতকের দিকে পরিত্যক্ত হয়ে পড়ে।

কি হয়েছিল সেই সময়? খরা? জলবায়ু পরিবর্তন? শত্রুদের আক্রমণ? প্রতিটি উত্তরই আংশিক, কিন্তু চূড়ান্ত সত্য আজও অধরা।

ট্রয়

হোমারের ‘ইলিয়াড’-এ যে ট্রয় নগর ও ট্রোজান যুদ্ধ-এর কথা বলা হয়েছে, তা একসময় কেবল কল্পকাহিনি বলেই মনে করা হতো। কিন্তু ১৯শ শতকে প্রত্নতত্ত্ববিদ হাইনরিখ শ্লিমান আধুনিক তুরস্কে ট্রয়ের ধ্বংসাবশেষ আবিষ্কার করেন।

তবুও রহস্য থেকে যায় ট্রোজান যুদ্ধ কি সত্যিই ঘটেছিল? যুদ্ধের কারণ ছিল প্রেম, না কূটনীতি? এসব প্রশ্ন আজও জিজ্ঞাসু মনকে ভাবায়।

DR/MMS
আরও পড়ুন