ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

১৩২ টাকায় বাড়ি!

বাড়িটি কিনতে মাত্র এক ইউরো খরচ করতে হবে। যা বাংলাদেশি টাকায় ১৩২ টাকা ৬৩ পয়সা। 

আপডেট : ২০ মার্চ ২০২৫, ১২:১৯ পিএম

একটি বাড়ির দাম ১৩২ টাকা থেকে সামান্য বেশি, এ কথা পাগলের প্রলাপ মনে হবে। এটাও ঠিক যে, কেউ একথা বিশ্বাস করবেন না। কিন্তু বাস্তবে এমনটাই হচ্ছে।

পাহাড়ের গায়ে সুন্দর একটি নগর। যেখানে একের পর এক সুন্দর সুন্দর বাড়ি সারি দিয়ে সাজানো। তবে অনেক বাড়িই ফাঁকা। সেখানে কোনো মানুষ থাকে না। বাড়িগুলো দেখাশোনার অভাবে কিছুটা নষ্টও হয়েছে। তবে একটু সারিয়ে নিতে পারলেই ফের তা সুন্দর বাসযোগ্য বাড়িতে পরিণত হবে।

এজন্য বাড়িটি কিনতে মাত্র এক ইউরো খরচ করতে হবে। যা বাংলাদেশি টাকায় ১৩২ টাকা ৬৩ পয়সা। 

ছবি: খবর সংযোগ

ইতালির পেনে নামে এ নগরের অনেক বাড়িই ফাঁকা পড়ে আছে। পাহাড়ের গায়ে এই সুন্দর নগরটি বেশ পুরনো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এখানে কৃষকরা বসবাস করতেন। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জীবিকার তাগিদে তারা এক এক করে পরিবার নিয়ে বিভিন্ন শহরে পাড়ি দেন। সেখানে নিজেদের স্থায়ী বাসস্থানের বন্দোবস্ত করেন। আর ফাঁকা পড়ে থাকে পেনের বাড়িগুলো।

এবার সেইসব পুরনো বাড়ি বিক্রি শুরু হয়েছে। যা বিক্রি হচ্ছে অনেকক্ষেত্রেই মাত্র ১ ইউরো দামে। কিছু বিনিময় মূল্য নিতে হয় তাই নেয়া। এমনটাই পরিস্কার।

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়েই এ ধরনের সম্পত্তির মূল্য হুহু করে বাড়ছে। এখানে এই পানি দামে বাড়ি কিনে যদি কিছু মানুষ এসে থাকা শুরু করে তাহলে এই পেনে নগরটি একটি ভূতের শহর হওয়া থেকে রক্ষা পাবে। এখন তাই বাড়ির দাম নয়, পেনেতে এসে মানুষ থাকুন এটাই চাচ্ছে সেখানকার স্থানীয় প্রশাসন।

RA
আরও পড়ুন