ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মাঝ আকাশে নগ্ন অবস্থায় ধরা বিমানবালা, অতপর..

আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ০৩:১৬ পিএম

আকাশপথে চলা আন্তর্জাতিক ফ্লাইটে সাধারণত পেশাদারিত্ব ও শৃঙ্খলার প্রতিচ্ছবি দেখা যায়। তবে এবার ব্রিটিশ এয়ারওয়েজের একজন বিমান পরিচারিকাকে (বিমানবালা) বিমানের টয়লেটে নগ্ন অবস্থায় পাওয়া গেছে। এ সময় তিনি মাদকাসক্ত ছিলেন।

শনিবার (২৩ আগস্ট) নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, এরই মধ্যে ওই বিমানবালাকে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিমান কর্তৃপক্ষ। এ মামলায় বিচারের মুখোমুখি করতে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

৪১ বছর বয়সী হ্যাডেন পেন্টেকস্ট নামের ওই বিমানবালা ক্যালিফোর্নিয়া থেকে লন্ডনগামী একটি ফ্লাইটে কর্মরত ছিলেন। বিমান যখন মাঝ আকাশে তখন তিনি ওই কাণ্ড ঘটান। তাকে যখন পাওয়া যায় তখন তিনি উত্তেজিত হয়ে পড়েন। এ সময় তিনি ঘামছিলেন এবং বকাবকি করছিলেন।

পরে রক্ত ​​পরীক্ষায় জানা যায়, পেন্টেকস্টের শরীরে মেথামফেটামিন এবং অ্যামফিটামিন ছিল।

বরখাস্ত হওয়া পেন্টেকস্ট উক্সব্রিজ ম্যাজিস্ট্রেট আদালতে মাদকাসক্ত অবস্থায় বিমান চলাচলের দায়িত্ব পালনের জন্য দোষী সাব্যস্ত হন।

আদালত জানায়, পেন্টেকস্টকে তার ম্যানেজার ফ্লাইট-পূর্ব নিরাপত্তা পরীক্ষায় ডাকেন; কিন্তু তিনি তাতে সহায়তা করেননি। অভিযুক্ত পেটে ব্যথার দোহাই দেন এবং পোশাক পরিবর্তন করার কথা বলে হাওয়া হয়ে যান। পরে তার একজন সহকর্মী তাকে নগ্ন অবস্থায় বিমানের টয়লেটে খুঁজে পান।

ওই সময় তার চোখের পাতা প্রসারিত ছিল, হৃৎস্পন্দন ছিল স্বাভাবিকের চেয়ে বেশি এবং বিমানটি হিথ্রোতে পৌঁছানোর আগ পর্যন্ত প্রতি ২০ মিনিটে তার স্বাস্থ্য পরীক্ষা করছিলেন অন্য কর্মীরা। উদ্বিগ্ন অবস্থায় দীর্ঘ সময় কাটার পর বিমানটি হিথ্রোতে পৌঁছায়। এরপর প্যারামেডিকরা পেন্টেকস্টকে হাসপাতালে নিয়ে যান।

শুনানি শেষে বেসিংস্টোকের বাসিন্দা পেন্টেকস্টকে জামিন দিয়েছেন আদালত। পরে আইলওয়ার্থ ক্রাউন কোর্টে তাকে তোলা হবে। সেখানে তার বিরুদ্ধে সাজার রায় আসতে পারে।

মন্তব্যের জন্য বিবিসির পক্ষ থেকে ব্রিটিশ এয়ারওয়েজের সঙ্গে যোগাযোগ করেছে। তবে কোনো উত্তর পায়নি।

AHA
আরও পড়ুন