সার্ভার ডাউন হওয়ার দেড় ঘণ্টা পর সচল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, মেসেঞ্জার ও ইন্সটাগ্রাম। মঙ্গলবার (৫ মার্চ) রাত সাড়ে ১০টার পর থেকে সচল হতে শুরু করে এই সামাজিক মাধ্যমগুলো। এর আগে রাত সাড়ে ৯টার দিকে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবহারকারীরা এ সমস্যার কথা জানায়।
ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে জানায়, পুরো বিশ্বজুড়ে ফেসবুক, মেসেঞ্জার ও ইন্সটাগ্রামে সমস্যা দেখা দিয়েছে। বিশ্বের কোথাও কেউ ফেসবুক, মেসেঞ্জার ও ইন্সটাগ্রামে প্রবেশ করতে পারছে না। এই ৩টি মাধ্যমের ওয়েবসাইট এবং অ্যাপস উভয়ই অকার্যকর হয়ে পড়েছে।
এমন অবস্থায় ব্যবহারকারীদের কিছু বিষয়ে সচেতন থাকতে পরামর্শ দিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। প্রথমত ৪টি কাজ করা থেকে ব্যবহারকারীদের বিরত থাকার পরামর্শ দিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। সেই কাজগুলো হলো-
১. ফরগেট পাসওয়ার্ডে ক্লিক না করা।
২. ফেসবুক অ্যাপ আনইন্সটল না করা।
৩. বারবার টু-ফ্যাক্টর অথেনটিকেশনের কোড না দেওয়া।
৪. অ্যাপের ডেটা ক্লিয়ার না করা।
মেটার প্রধান মার্ক জাকারবার্গ নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে লেখেন, চিল গায়েজ, কয়েক মিনিট অপেক্ষা করুণ, সবকিছু ঠিক হয়ে যাবে।
