ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

টুইটার কর্মীদের দিনে ১২ ঘণ্টা কাজ, সাপ্তাহিক ছুটি বাতিল

আপডেট : ০২ নভেম্বর ২০২২, ১২:৪৩ পিএম

খবরসংযোগ ডেস্ক : টুইটার কর্মীদের কাজ দিনে কমপক্ষে ১২ ঘণ্টা। এমনকি সপ্তাহে সাত দিনই তাদেরকে কাজ করতে হবে। বিশ্বের শীর্ষ ধনী ও টুইটারের সিইও ইলন মাস্ক মঙ্গলবার (১ নভেম্বর) কর্মীদের জন এমন নিয়ম জারি করেছেন।

টুইটারের কর্মীদের জানিয়ে দেওয়া হয়েছে, নতুন সিইও’র দেওয়া সময়সীমার মধ্যে কাজ শেষ করতে হলে অবশ্যই অতিরিক্ত সময় দিতে হবে।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কিছু কর্মীকে টুইটারের পক্ষ থেকে দিনে ১২ ঘণ্টা এবং সপ্তাহে সাত দিন কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। অতিরিক্ত সময় কাজের জন্য কর্মীদের বাড়তি পারিশ্রমিকের আশ্বাস এবং চাকরির নিরাপত্তাও নিশ্চিত করা হয়নি।

টুইটারে নিজের প্রোফাইলে নীল চিহ্ন বা ব্লু টিকের জন্য বাড়তি টাকার ঘোষণা আগে দিয়েছিলেন ইলন মাস্ক। এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য ইঞ্জিনিয়ারদের ৭ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছেন তিনি। না পারলে চাকরি ছেড়ে দিতে হবে। এ ছাড়া ওই সময়ের মধ্যে আরো কিছু কাজ শেষ করার কথাও বলা হয়েছে। সূত্র : এনবিসি।

AHR
আরও পড়ুন