ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বেসিস গঠিত সহায়ক কমিটি বিলুপ্ত

আপডেট : ০২ মে ২০২৫, ০২:১৭ এএম

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের (বেসিস) গঠিত সহায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বাণিজ্য সংগঠন আইন ১৮ ধারার ২ (ছ) এবং (জ) উপধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) দিবাগত রাত ১২টার দিকে বেসিসের অফিসিয়াল ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি অফিস আদেশ প্রকাশ করা হয়েছে।

বেসিসের নির্বাহী পরিচালক ড. মুহম্মদ মেহেদী হাসান স্বাক্ষরিত ওই অফিস আদেশে বলা হয়েছে, বেসিস সহায়ক কমিটির চেয়ারম্যানের পদত্যাগের ফলে সৃষ্ট পরিস্থিতি এবং বেসিসের নির্বাচন কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে এই কমিটি বিলুপ্ত করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এই সিদ্ধান্তের অনুলিপি বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক, যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর, ঢাকার জেলা প্রশাসক, এফবিসিসিআইয়ের প্রশাসক এবং বাণিজ্য ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরেও পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) বাংলাদেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি (আইটি) শিল্পের একটি জাতীয় বাণিজ্য সংস্থা। এটি দেশের সফটওয়্যার এবং আইটি পরিষেবা প্রদানকারী কোম্পানিগুলোর প্রতিনিধিত্ব করে এবং এই খাতের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

MMS
আরও পড়ুন