ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ফেসবুকের ‘ক্লাউড প্রসেসিং’ ব্যবহারকারীদের জন্য হুমকি নয় তো?

আপডেট : ২৯ জুন ২০২৫, ০৯:২৯ পিএম

ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করায় বলতে গেলে প্রায় বেশ কয়েকবারই নানা প্রশ্নের মুখে পড়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। এবার প্রতিষ্ঠানটির নতুন একটি সুবিধাকে কেন্দ্র করে ব্যবহারকারীদের মধ্যে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা বিঘ্নের শঙ্কা তৈরি হয়েছে। ‘ক্লাউড প্রসেসিং’ নামের এই সুবিধা চালু করলে ফেসবুক ব্যবহারকারীদের স্মার্টফোনে থাকা সব রকমের  ছবি স্ক্যানের পর মেটার ক্লাউড সার্ভারে আপলোড করে মেটা এআই।

সম্প্রতি অনেক ফেসবুক ব্যবহারকারীর অভিযোগ যে, ফেসবুকে স্টোরি আপলোড করতে গিয়ে তারা একটি পপআপ বার্তা দেখতে পান। সেখানে ক্লাউড প্রসেসিং চালুর অনুরোধ জানানো হয়। এতে সম্মতি দিলে ব্যবহারকারীদের ফোনে থাকা ছবি স্বয়ংক্রিয়ভাবে স্ক্যান করে মেটার ক্লাউডে সংরক্ষণ হয়ে যায়।

মেটার তথ্য বলছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্লাউড প্রসেসিং সুবিধাটি ব্যবহারকারীদের সৃজনশীল পরামর্শ পেতে সাহায্য করবে। সুবিধাটির মাধ্যমে সহজেই ছবি দিয়ে স্বয়ংক্রিয় কোলাজ তৈরির পাশাপাশি জন্মদিন বা অন্য কোনো উপলক্ষে থিমভিত্তিক সাজেশনে এআইভিত্তিক ফিল্টার ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, স্মার্টফোনে থাকা সব ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে নজরদারি করা হলে সেটি ব্যবহারকারীদের গোপনীয়তার দৃষ্টিকোণ থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে।

মেটা জানিয়েছে, ক্লাউড প্রসেসিং সুবিধাটি ব্যবহারকারীরা চাইলে যেকোনো সময় বন্ধ করতে পারবেন। সুবিধাটি বন্ধের পর ক্লাউডে আপলোড হওয়া ছবিগুলো ৩০ দিনের মধ্যে মুছে ফেলা হবে। কিন্তু প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ক্লাউড প্রসেসিং সুবিধা যতটা সহায়ক হিসেবে উপস্থাপন করা হচ্ছে, ততটাই মারাত্মক হতে পারে ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষার দিক থেকে। কারণ, অনেক সময় ব্যবহারকারীরা না বুঝেই এতে সম্মতি জানিয়ে দিচ্ছেন।

সূত্র: ইন্ডিয়া টুডে

Raj/AHA
আরও পড়ুন