আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করলে সব দলকে নিয়ে একটি জাতীয় ঐকমত্যের বা ‘ঐক্য সরকার’ গঠনে প্রস্তুত জামায়াতে ইসলামী।
বুধবার (৩১ ডিসেম্বর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে দলটির আমির ডা. শফিকুর রহমান এই পরিকল্পনার কথা জানান।
ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা আগামী অন্তত পাঁচ বছরের জন্য একটি স্থিতিশীল রাষ্ট্র দেখতে চাই। যদি সব রাজনৈতিক দল এগিয়ে আসে, তবে আমরা একসঙ্গে দেশ পরিচালনা করব।’
তিনি আরও উল্লেখ করেন, যেকোনো ঐক্য সরকারের জন্য ‘দুর্নীতিবিরোধী কর্মসূচি’ হতে হবে প্রধান ও অভিন্ন লক্ষ্য।
নির্বাচনে জয়ী হলে তিনি প্রধানমন্ত্রী হবেন কি না এমন প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, ‘যে দল সবচেয়ে বেশি আসন পাবে, সেখান থেকেই প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। যদি জামায়াত সর্বোচ্চ আসনে জয় পায়, তবে দলই সিদ্ধান্ত নেবে আমি প্রধানমন্ত্রী হবো কি না।’
বিভিন্ন জনমত জরিপের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, প্রায় ১৭ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে জামায়াতে ইসলামী বিএনপির কাছাকাছি দ্বিতীয় অবস্থানে থাকতে পারে।
সাক্ষাৎকারে ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে ডা. শফিকুর রহমান জানান, সম্প্রতি ভারতের একজন কূটনীতিকের সঙ্গে তাঁর গোপন বৈঠক হয়েছে।
তিনি বলেন, ‘সবার সঙ্গে আমাদের উন্মুক্ত ও ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে। সম্পর্ক উন্নয়নের কোনো বিকল্প নেই।’ তবে তিনি কোনো নির্দিষ্ট দেশের দিকে ঝুঁকে না থেকে সবার সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখার ওপর জোর দেন।
জামায়াতের নেতৃত্বাধীন জোটে এলডিপি ও এনসিপি যোগদান
কলমের হাতে অস্ত্র নয়, মাদকমুক্ত নিরাপদ শিক্ষাঙ্গন চাই: জামায়াত আমির