ফেসবুকে ছবি, ভিডিও, রিলস বা স্টোরি পোস্ট করা এখন নিত্যদিনের অংশ। অনেক সময় শিশুরা বাবা-মায়ের অ্যাকাউন্টে ঢুকে রিলস দেখে, তাই আপনার টাইমলাইনে কী ধরনের কনটেন্ট ভেসে উঠছে, সে বিষয়ে সচেতন থাকাই জরুরি।
অনেকে নিজেই আপত্তিকর ও সংবেদনশীল কনটেন্ট এড়াতে চান। ফেসবুকে এমন একটি সেটিংস রয়েছে, যা চালু করলে অ্যাডাল্ট ও সংবেদনশীল কনটেন্ট টাইমলাইনে দেখাবে না।
চলুন দেখে নেওয়া যাক কীভাবে সেই সেটিংস চালু করবেন-
* প্রথমে আপনার মোবাইলে ফেসবুক চালু করুন।
* এরপর সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যান।
* সেখানে প্রেফারেন্স সেকশনে থাকা কন্টেন্ট প্রেফারেন্স অপশনে ক্লিক করুন।
* সেন্সেটিভ কন্টেন্টে ক্লিক করে শো লেস অপশন সিলেক্ট করে সেভ করুন।
ব্যাস কাজ শেষ। এরপর ফেসবুক আপনার টাইমলাইনে আপত্তিকর কন্টেন্ট আসা বন্ধ করে দিবে।

এআই দিয়ে যে কাজগুলো ভুলেও করবেন না
আইফোনে কল রেকর্ডিং সুবিধা বন্ধ করতে যাচ্ছে ট্রুকলার