ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শাওমির নতুন আল্ট্রা-স্লিম পাওয়ার ব্যাংক বাজারে

আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ১২:৫৭ পিএম

টেকপ্রেমীদের জন্য আবারও আকর্ষণীয় অ্যাকসেসরি নিয়ে এলো শাওমি। প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছে তাদের নতুন আল্ট্রা-স্লিম ৫০০০এমএএইচ পাওয়ার ব্যাংক বাজারে ছাড়ার। হালকা ও সহজে বহনযোগ্য এই ডিভাইসটির ক্রাউডফান্ডিং ক্যাম্পেইন শুরু হচ্ছে ২৫ আগস্ট সকাল ১০টায়। দাম রাখা হয়েছে মাত্র ১৩৯ ইউয়ান (প্রায় ১৯ ডলার)।

শাওমির এই পাওয়ার ব্যাংকটির পুরুত্ব মাত্র ১১.৮ মিমি, ওজন প্রায় ১১০ গ্রাম। ফলে এটি সহজেই পকেট বা ছোট ব্যাগে রাখা যায়। এর মিনিমালিস্টিক টেক্সচার্ড ডিজাইন ব্যবহারকারীদের হাতে ভালো গ্রিপ দেওয়ার পাশাপাশি শাওমির স্টাইলিশ অ্যাকসেসরির ধারাবাহিকতাও বজায় রেখেছে।

ডিভাইসটিতে রয়েছে ৫০০০এমএএইচ কোবাল্ট লিথিয়াম সেল, যার রেটেড ক্যাপাসিটি ৩০০০এমএএইচ এবং এনার্জি রেটিং ১৯.২৫ Wh।

শাওমি জানিয়েছে, এটি ৩০০টি পূর্ণ চার্জ সাইকেল পরও ৮০% কার্যক্ষমতা ধরে রাখতে পারে। এতে রয়েছে, বিল্ট-ইন কেবল দিয়ে সর্বোচ্চ ২২.৫ ওয়াট ফাস্ট চার্জের সাপোর্ট। সর্বোচ্চ ২০ ওয়াট পর্যন্ত ইনপুট নেওয়ার সুবিধা, ফলে দ্রুত চার্জ হয় নিজেও।

এই পাওয়ার ব্যাংকে আরও রয়েছে শরীরের ভেতরে সংযুক্ত ডিট্যাচেবল চার্জিং কেবল, ফলে আলাদা তার রাখার প্রয়োজন নেই। কেবলটি যুক্ত রয়েছে একটি টেকসই স্ট্র্যাপ-এর সঙ্গে, যা ১০,০০০ বারের বেশি দোলানোর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

শাওমি এই ডিভাইসে এনটিসি টেম্পারেচার সেন্সর সংযুক্ত করেছে, যা প্রতি মিনিটে ২৪০ বার তাপমাত্রা পর্যবেক্ষণ করে।
এছাড়া রয়েছে ৩০০০ মিমি² গ্রাফাইট কপার ফয়েল স্ট্রাকচার, যা দ্রুত তাপ ছড়িয়ে দিয়ে ডিভাইসকে ঠান্ডা রাখে।

সুরক্ষার জন্য এতে রয়েছে ৯ স্তরের সেফটি প্রোটেকশন, যা ওভার-ভোল্টেজ, ওভার-কারেন্ট, শর্ট সার্কিট, অতিরিক্ত তাপমাত্রা ইত্যাদি থেকে রক্ষা করে। শুধু শাওমি নয়, এই পাওয়ার ব্যাংক অ্যাপল, হুয়াওয়ে সহ অন্যান্য স্মার্টফোন ও ছোট ইলেকট্রনিক্স ডিভাইসের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।

DR/SN
আরও পড়ুন