কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় চ্যাটজিপিটি আজ এক পরিচিত নাম। নানা প্রশ্নের উত্তর দেওয়া থেকে শুরু করে কবিতা, প্রবন্ধ, রেসিপি, এমনকি পড়াশোনা বা কাজের অ্যাসাইনমেন্টেও সাহায্য করতে পারে এটি।
চট্টগ্রামে কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২চট্টগ্রামে কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২
অনেকেই প্রেম-ভালোবাসার পরামর্শ থেকে শুরু করে মজার ছলেই অদ্ভুত সব প্রশ্নও করে বসেন। কিন্তু মনে রাখবেন—কিছু প্রশ্ন একেবারেই করা উচিত নয়।
১. বিস্ফোরক তৈরি সম্পর্কে জিজ্ঞেস করা
স্রেফ কৌতূহল থেকে হলেও এ ধরনের প্রশ্ন করা যাবে না। কারণ, এটি সরাসরি অপরাধের সঙ্গে জড়িত। এমন প্রশ্ন করলে চ্যাটজিপিটি ব্যবহার বন্ধ হয়ে যেতে পারে, আবার আপনার অ্যাকাউন্টেও ঝুঁকি তৈরি হতে পারে।
২. হত্যা বা ক্ষতিকর কাজের উপায় জানতে চাওয়া
এ ধরনের প্রশ্নও অপরাধমূলক। কোনো পরিস্থিতিতেই চ্যাটজিপিটি এসব উত্তর দেবে না। বরং আপনার কার্যক্রম পর্যবেক্ষিত হতে পারে, যা ভবিষ্যতে বিপদ ডেকে আনতে পারে।
৩. কারো ব্যক্তিগত তথ্য চাওয়া
চ্যাটজিপিটি কখনোই অন্যের গোপন বা ব্যক্তিগত তথ্য দেয় না। ব্যাংক অ্যাকাউন্ট, ফোন নম্বর বা অন্য কোনো সংবেদনশীল তথ্য জানতে চাইলে তা প্রত্যাখ্যান করা হবে। উল্টো এমন প্রশ্ন আপনার জন্য সমস্যার কারণ হতে পারে।
অন্য যে বিষয়গুলো এড়িয়ে চলা উচিত : পরীক্ষার হলে উত্তর লেখার জন্য সরাসরি ব্যবহার করা।
মজা করার নামে অপরাধমূলক বা বিতর্কিত প্রশ্ন করা।
মনে রাখবেন, চ্যাটজিপিটি শিক্ষামূলক ও সহায়ক কাজে ব্যবহারের জন্য তৈরি। তাই অপরাধমূলক বা ঝুঁকিপূর্ণ প্রশ্ন করলে তা আনন্দের বদলে সমস্যায় ফেলতে পারে।
বিনামূল্যে ব্যবহার করা যাবে চ্যাটজিপিটি-৫