জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্ম চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই ব্যবহারকারীর বয়স অনুমান করার নতুন একটি প্রযুক্তি চালু করছে। ‘এজ প্রেডিকশন’ বা বয়স শনাক্তকরণ নামের এই ফিচারের মাধ্যমে অ্যাকাউন্টধারী কিশোর কি না তা শনাক্ত করা হবে, যাতে তাদের জন্য সংবেদনশীল কনটেন্টের ঝুঁকি কমানো যায়।
ওপেনএআই জানিয়েছে, এই উদ্যোগের প্রধান লক্ষ্য হলো ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের নিরাপত্তা জোরদার করা। নতুন এই এআই মডেল যদি কোনো অ্যাকাউন্টকে কিশোরের বলে শনাক্ত করে, তবে সেখানে স্বয়ংক্রিয়ভাবে বাড়তি সুরক্ষা ব্যবস্থা বা ‘সেফগার্ড’ চালু হবে। এর ফলে সহিংসতা, যৌনতা বা কেবল প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত সংবেদনশীল কনটেন্ট প্রদর্শনের সুযোগ সীমিত হয়ে যাবে।
ওপেনএআই স্বীকার করেছে যে, বয়স শনাক্তের এই প্রক্রিয়া সব সময় শতভাগ নির্ভুল নাও হতে পারে। যদি কোনো প্রাপ্তবয়স্ক ব্যবহারকারী ভুলক্রমে কিশোরদের ফিচারের তালিকায় পড়ে যান, তবে তিনি পূর্ণ সুবিধা ফিরে পেতে নিজের পরিচয় যাচাই করতে পারবেন। এজন্য তাকে একটি সেলফি জমা দিতে হবে, যা ‘পারসোনা’ (Persona) নামক পরিচয় যাচাই সেবার মাধ্যমে নিশ্চিত করা হবে।
বিশ্লেষকরা মনে করছেন, বয়স শনাক্তের এই পদক্ষেপটি মূলত চ্যাটজিপিটিতে প্রাপ্তবয়স্কদের জন্য আলাদা অভিজ্ঞতা বা ‘অ্যাডাল্ট মোড’ চালুর প্রাথমিক প্রস্তুতি। এর আগে ওপেনএআই এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান এবং অ্যাপ্লিকেশন বিভাগের প্রধান ফিদজি সিমো ইঙ্গিত দিয়েছিলেন যে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকেই বয়স যাচাইকৃত ব্যবহারকারীদের জন্য পরিণত (Mature) কনটেন্ট দেখার সুযোগ উন্মোচন করা হতে পারে।
ইউরোপীয় ইউনিয়নে আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই ফিচারটি চালু হবে। বর্তমানে চ্যাটজিপিটির সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা প্রায় ৮০ কোটি। বিশাল এই ব্যবহারকারী গোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ওপেনএআই তাদের আয়ের দিকেও বিশেষ নজর দিচ্ছে। ২০২৫ সালে কোম্পানিটির বার্ষিক আয় ৬ বিলিয়ন ডলার থেকে বেড়ে ২০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। রাজস্ব আরও বাড়াতে সম্প্রতি যুক্তরাষ্ট্রে ব্যবহারকারীদের বিজ্ঞাপন দেখানোর সিদ্ধান্তও নিয়েছে প্রতিষ্ঠানটি।
বিশেষজ্ঞদের মতে, বয়স শনাক্তের এই প্রযুক্তি একদিকে যেমন কিশোরদের অনলাইন সুরক্ষা নিশ্চিত করবে, তেমনি অন্যদিকে সেন্সরশিপ ছাড়া এআই ব্যবহারের নতুন পথ খুলে দেবে। তবে ব্যবহারকারীর ব্যক্তিগত গোপনীয়তা এবং এআই-এর সঠিক অনুমান ক্ষমতা নিয়ে বিতর্ক আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
জিমেইলে যুক্ত হলো এআই, ইমেইল ব্যবহারে নতুন সুবিধা
জানুন কীভাবে কাজ করে স্মার্টফোনের ভেতরের কুলিং প্রযুক্তি
