ঢাকা
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী সোনার দাম

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৫১ এএম

বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী সোনার দাম। মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর প্রত্যাশা বৃদ্ধির সঙ্গে মূল্যবান এই ধাতুর কদর বাড়ছে। অন্যদিকে দাম সঙ্গে তাল মিলিয়ে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে রুপার দামও।

রয়টার্সের প্রতিবেদন বলছে, শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর নাগাদ (স্থানীয় সময়) বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২১২ দশমিক ১৬ ডলারে পৌঁছেছে। যদিও সাপ্তাহিক হিসাবে এখনো এটি দশমিক ৪ শতাংশ নিচে রয়েছে। তবে ফেব্রুয়ারি ডেলিভারির জন্য মার্কিন ফিউচার্স গোল্ডের দাম প্রতি আউন্স ৪ হাজার ২৪৩ ডলারে স্থির রয়েছে।

বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগকারীরা সুদের হার কমানোর ব্যাপারে আত্মবিশ্বাসী, যা ডলারের মানকে কিছুটা দুর্বল করতে পারে। আর এটি সোনার জন্য ইতিবাচক।

অন্যদিকে দেশের বাজারে টানা ২ দফায় বৃদ্ধির পর গত মঙ্গলবার (২ ডিসেম্বর) সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ওইদিন ভরিতে ১ হাজার ৫০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয় ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা।

নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১ হাজার ৪৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭২ হাজার ৭০৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৩ হাজার ৬৮৯ টাকা।

AHA
আরও পড়ুন