আজকের বাজারে সোনা ও রুপার দাম

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ১১:১৭ এএম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত অনুযায়ী দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।

গত ২ ডিসেম্বর রাতের এক বিজ্ঞপ্তিতে বাজুস ভরিতে ১ হাজার ৫০ টাকা কমানোর ঘোষণা দেয়। নতুন দামে ২২ ক্যারেট সোনার এক ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা।

নতুন সোনার দাম (প্রতি ভরি – ১১.৬৬৪ গ্রাম):

  • ২২ ক্যারেট: ২,১১,০৯৫ টাকা
  • ২১ ক্যারেট: ২,০১,৪৯৬ টাকা
  • ১৮ ক্যারেট: ১,৭২,৭০৯ টাকা
  • সনাতন পদ্ধতি: ১,৪৩,৬৮৯ টাকা

বাজুস জানিয়েছে, সোনার মূল দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং ন্যূনতম ৬% মজুরি যুক্ত হবে। ডিজাইন ও মানভেদে মজুরি পরিবর্তন হতে পারে।

এর আগে,১ ডিসেম্বর ভরিতে ১,৫৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২,১২,১৪৫ টাকা, যা কার্যকর হয়েছিল ২ ডিসেম্বর থেকে। এ নিয়ে চলতি বছর ৮৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস- যেখানে ৫৬ বার দাম বেড়েছে এবং ২৭ বার কমেছে। গত বছর এই সংখ্যা ছিল ৬২ বার।

রুপার দাম (প্রতি ভরি)

এদিকে সোনার দাম কমলেও রুপার দাম রয়েছে স্থিতিশীল।

  • ২২ ক্যারেট: ৪,২৪৬ টাকা
  • ২১ ক্যারেট: ৪,০৪৭ টাকা
  • ১৮ ক্যারেট: ৩,৪৭৬ টাকা
  • সনাতন পদ্ধতি: ২,৬০১ টাকা

চলতি বছর এখন পর্যন্ত রুপার দাম ৯ বার সমন্বয় হয়েছে- ৬ বার বেড়েছে, ৩ বার কমেছে।

সোনার দাম কমলেও রুপার বাজার অপরিবর্তিত রয়েছে। বাজারে সোনার দামে বারবার ওঠানামা থাকলেও রুপার ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় আছে।

SN