শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় অবশেষে স্বস্তি ফিরতে শুরু করেছে রাজধানীর কাঁচাবাজারে। সপ্তাহ ব্যবধানে অধিকাংশ সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে। পাশাপাশি নতুন দেশি পেঁয়াজ বাজারে আসায় কেজিতে ২০ টাকা কমে তা এখন ৯০ টাকায় বিক্রি হচ্ছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে রাজধানীর কারওয়ান বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে।
বাজারে বর্তমানে অধিকাংশ সবজি ৫০ থেকে ৬০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। প্রতি কেজি পেঁপে ৩০ টাকা, মুলা ৩০ টাকা, শালগম ৩০ টাকা এবং জাতভেদে শিম ৩০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ফুলকপি ও বাঁধাকপি আকারভেদে ২০ থেকে ৩০ টাকায় পাওয়া যাচ্ছে। শসা ও বেগুন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়, করলা ৫০ থেকে ৬০ টাকা এবং টমেটো ১২০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে।
সবচেয়ে বড় পরিবর্তন দেখা গেছে কাঁচা মরিচ ও আলুর দামে। কেজিতে অন্তত ৪০ টাকা কমে কাঁচা মরিচ এখন ৬০ থেকে ৮০ টাকায় এবং নতুন আলু মাত্র ২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা জানান, সরবরাহ পর্যাপ্ত থাকায় দাম আরও কমার সম্ভাবনা রয়েছে। তবে পেঁয়াজের দাম কমায় সাধারণ ক্রেতারা স্বস্তি প্রকাশ করলেও তাদের দাবি, দাম আরও কমানো উচিত।
মাছ ও মুরগির বাজার বর্তমানে স্থিতিশীল রয়েছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৫০ থেকে ১৬০ টাকা, সোনালি মুরগি ২৫০ থেকে ২৭০ টাকা এবং দেশি মুরগি ৫৭০ থেকে ৫৮০ টাকায় বিক্রি হচ্ছে। মুদি বাজারে পণ্যের দাম স্থিতিশীল থাকলেও খোলা আতপ চালের দাম এখনো চড়া। দুই সপ্তাহ ধরে এই চাল ১৩০ থেকে ১৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
সিঙ্গাপুরে হাদির জানাজা বাতিল: হাইকমিশন