দেশের বাজারে আবারও সোনার দাম বেড়েছে। সর্বশেষ দফায় ভরিতে সর্বোচ্চ এক হাজার ৪৭০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে সোনার দাম। এতে ২২ ক্যারেটের এক ভরি সোনার বিক্রয়মূল্য দাঁড়িয়েছে দুই লাখ ১৭ হাজার ৬৭ টাকা।
সোমবার (১৫ ডিসেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার নতুন দাম নির্ধারণের তথ্য জানায়। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) থেকে সারা দেশে নতুন এ দর কার্যকর হয়। রোববার (২১ ডিসেম্বর)ও একই দামে সোনা বিক্রি হচ্ছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার মূল্য বৃদ্ধি পাওয়ায় সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন দর অনুযায়ী সোনার দাম
- ২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১৭ হাজার ৬৭ টাকা
- ২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ২১১ টাকা
- ১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৭৭ হাজার ৬৪৩ টাকা
- সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৪৭ হাজার ৯০০ টাকা
রুপার দাম
এদিকে সোনার দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে-
- ২২ ক্যারেট রুপা: প্রতি ভরি ৪ হাজার ২৪৬ টাকা
- ২১ ক্যারেট রুপা: প্রতি ভরি ৪ হাজার ৪৭ টাকা
- ১৮ ক্যারেট রুপা: প্রতি ভরি ৩ হাজার ৪৭৬ টাকা
- সনাতন পদ্ধতির রুপা: প্রতি ভরি ২ হাজার ৬০১ টাকা
উল্লেখ্য, বাজুস নির্ধারিত এসব দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ভ্যাট ও মজুরি আলাদাভাবে যোগ হতে পারে।
