দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। নতুন ঘোষণা অনুযায়ী, সোমবার (৫ জানুয়ারি) থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকায়।
রোববার (৪ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এবার ভরিতে সোনার দাম বাড়ানো হয়েছে ২ হাজার ২১৬ টাকা।
নতুন নির্ধারিত দরসমূহ
২২ ক্যারেট: ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা (ভরি)
২১ ক্যারেট: ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা
১৮ ক্যারেট: ১ লাখ ৮৪ হাজার ৫৮ টাকা
সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৩ হাজার ৩২৩ টাকা
এর আগে গত ১ জানুয়ারি সোনার দাম কিছুটা কমানো হয়েছিল। তখন ২২ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২২ হাজার ৭২৪ টাকা। তবে মাত্র চার দিনের ব্যবধানে দাম আবারও বৃদ্ধি পাওয়ায় সাধারণ ক্রেতাদের মধ্যে অস্বস্তি দেখা দিয়েছে। বিশ্ববাজার ও স্থানীয় চাহিদার ওপর ভিত্তি করে প্রায়ই দেশের বাজারে সোনার এই দাম সমন্বয় করে থাকে বাজুস।
বাণিজ্য মেলায় যে কারণে দর্শনার্থীদের উপস্থিতি কম