ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বেনাপোলে ৫ দিন আমদানি রফতানি বন্ধ

আপডেট : ২৭ জুন ২০২৩, ১২:৪২ পিএম

বেনাপোলে প্রতিনিধি: পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে বেনাপোল পেট্রাপোল বন্দরে পাঁচ দিন সকল আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

দুই দেশের সিঅ্যান্ডএফ এজেন্টরা জানিয়েছে, সোমবার (২৬ জুন) সন্ধ্যা থেকেই আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা সাংবাদিকদের বলেন, ২৭ জুন মঙ্গলবার সরকারের নির্বাহী আদেশে ছুটি। আর ঈদ-উল-আজহা উপলক্ষে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার সরকারি ছুটিতে আমদানি-রপ্তানিসহ বন্দরের সকল কাজকর্ম বন্ধ থাকবে। ২ জুলাই থেকে বন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।

বেনাপোল চেকপোস্টে ইমিগ্রেশন ওসি আহসান হাবীব জানান, ছুটির এ কয়দিন কাস্টমস ও বন্দরের কাজ বন্ধ থাকলেও যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, লম্বা ছুটিতে বন্দর ও কাস্টমসের অনেক কর্মকর্তা বাড়িতে চলে যান। ফলে ৫ জুলাইয়ের আগে বন্দরে কর্মচাঞ্চল্য ফিরবে না।

এদিকে পেট্রাপোল বন্দরে ট্রাকজট সৃষ্টি হয়েছে বলে জানান পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী।

তিনি বলেন, বন্দরের ট্রাক টার্মিনাল, পেট্রাপোল পার্কিং ও বনগাঁও টার্মিনালে কয়েকশ পণ্য বোঝাই ট্রাক আটকে আছে। যেগুলো বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে।

বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল বলেন, প্রতিদিন পেট্রাপোল বন্দর থেকে তিনশ থেকে চারশ ট্রাক আমদানি পণ্য নিয়ে বেনাপোলে ঢোকে। আবার বেনাপোল দিয়ে দুইশ থেকে আড়াইশ’ ট্রাকে রফতানি পণ্য চালান যায় ভারতে।

তিনি বলেন, লম্বা ছুটির কারণে বন্দরে পণ্যজট তৈরি হওয়া স্বাভাবিক। তাই বিশেষ ব্যবস্থায় অফিস খুলে দ্রুত পণ্যচালান ডেলিভারির নির্দেশ দেওয়া হয়েছে।

AH
আরও পড়ুন