চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি হয়েছে ৩২৭ কোটি ডলারের। যা আগের অর্থবছরের একইসময়ে রপ্তানি হয়েছিল ৩৪৭ কোটি ডলার। অর্থাৎ কমেছে ২০ কোটি ডলার বা ৫ দশমিক ৭৬ শতাংশ।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রপ্তানি উন্নযন ব্যুরো (ইপিবি) প্রকাশিত হালনাগাদ এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ পেয়েছে।
ইপিবির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রথম পাঁচ মাসে পোশাক রপ্তানি হয়েছে ৩২৭ কোটি ডলার। যা মোট রপ্তানির ১৭ দশমিক ৪০ শতাংশ। একই সঙ্গে দেশের পোশাকের সবচেয়ে বড় বাজার ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতেও রপ্তানি কমেছে।
তথ্য আরো বলা হয়েছে, চলতি অর্থবছরের পাঁচ মাসে বাংলাদেশ থেকে মোট রপ্তানির মধ্যে ব্রিটেনে রপ্তানি হয়েছে ২২৫ কোটি ডলার। যা আগের বছর একই সময়ে রপ্তানি হয়েছিল ১৯৬ কোটি ডলার। এ সময় পোশাক রপ্তানির প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৪ দশমিক ৬১ শতাংশ। নন ট্রেডিশনাল মার্কেটে এর আগে চীনকে পেছনে ফেলে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) নিট পোশাক রপ্তানিতে শীর্ষে উঠেছে বাংলাদেশ।
বাংলাদেশ থেকে নন ট্রেডিশনাল মার্কেটে মোট রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ১৪ দশমিক ১২ শতাংশ। এ সময় নন ট্রেডিশনাল মার্কেটে পোশাকের মোট রপ্তানির পরিমাণ ছিল ৩৬৪ কোটি ডলার। যা আগের বছর একই সময়ে নন ট্রেডিশনাল মার্কেটে রপ্তানি হয়েছিল ৩১৯ কোটি ডলার।
নন ট্রেডিশনাল মার্কেটের মধ্যে রয়েছে- জাপান, অস্ট্রেলিয়া, রাশিয়া, ইন্ডিয়া, কোরিয়া, চায়না, ইউনাইটেড আরব আমিরাত, মেক্সিকো, সৌদি আরব, তুর্কি, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, চিলি, ব্রাজিলসহ অন্যান্য দেশ।
অর্থবছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত পাঁচ মাসে বাংলাদেশের মোট রপ্তানির ১১.৯৮ শতাংশই ইউরোপে রপ্তানি হয়েছে। এ সময়ে মোট রপ্তানি হয়েছে ৯০৫ কোটি ডলার। যা আগের বছর একই সময়ে রপ্তানির পরিমাণ ছিল ৯০৭ কোটি ডলার।
