ছুটির দিনে বাণিজ্য মেলায় ক্রেতা-দর্শনার্থীদের ভিড়

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪৪ পিএম

পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে বসেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আসর। শুক্রবার (২ ফেব্রুয়ারি) ছুটির দিন থাকায় সকাল থেকেই মেলা প্রাঙ্গণে আসতে শুরু করেন ক্রেতা-দর্শনার্থীরা।

ছবি: ওয়ালিউল্লাহ সিরাজ

মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, মেলায় পদচারণা বেড়েছে ক্রেতা ও দর্শনার্থীদের। ছুটির দিন হওয়ায় অনেকে আগেভাগেই মেলায় এসেছেন।

ছবি: ওয়ালিউল্লাহ সিরাজ

মেলা প্রাঙ্গণে প্রবেশের পর বরাবরের মতো প্রিয়জন আর পরিবার নিয়ে পানির ফোয়ারার আশপাশে সময় কাটাচ্ছেন দর্শনার্থীরা। ছবি আর সেলফিতে ব্যস্ত সময় পার করছেন তারা। দেখেশুনে প্রয়োজনীয় পণ্য কেনায় ভিড় করছেন বিভিন্ন স্টল ও প্যাভিলিয়নেও।

ছবি: ওয়ালিউল্লাহ সিরাজ

মেলা শুরুর পর আজ দ্বিতীয় শুক্রবার। দুপুরের পর থেকে ক্রেতা সমাগম অনেক বেড়েছে। ব্যবসা ভালো হবে বলে ধারণা ব্যবসায়ীদের।

ছবি: ওয়ালিউল্লাহ সিরাজ

তারা জানান, ছুটির দিনগুলোতে মেলা প্রাঙ্গণে উপচেপড়া ভিড় থাকে। বেচা-বিক্রিও বেশ জমে ওঠেছে। ক্রেতাদের আকৃ্ষ্ট করতে দেয়া হচ্ছে বিভিন্ন অফার।

AS
আরও পড়ুন