বাণিজ্য মেলায় রপ্তানি আদেশ ৩৯১ কোটি টাকা

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩১ পিএম

দেশে এ বছর ২৮তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) শেষে ৩৯১ কোটি ৮২ লাখ টাকা বা ৩৫.৬২ মিলিয়ন ডলারের রপ্তানি আদেশে এসেছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সমাপনী অনুষ্ঠান শেষে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বছরের মেলা থেকে ৩৫.৬২ বিলিয়ন ডলারের (দেশীয় মুদ্রায় প্রায় ৩৯২ কোটি টাকা) রপ্তানি আদেশে এসেছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ১৭.২৫ শতাংশ বেশি। আর সব মিলিয়ে মেলায় আনুমানিক ৪০০ কোটি টাকার বিক্রি হয়েছে। যা গত বছরের চেয়ে ১৫ শতাংশ বেশি।

মঙ্গলবার পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের মাল্টিপারপাস হলে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান এএইচএম আহসান।

উল্লেখ্য, গত ২১ জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৪ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

AH/WA
আরও পড়ুন