ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রিহ্যাবের ভোট আজ

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩৯ এএম

আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) পরিচালনা পর্ষদের ২০২৪-২৬ মেয়াদি দ্বিবার্ষিক নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আজ। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সংগঠনটির ভোট গ্রহণ সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।

রোববার রিহ্যাবের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

রিহ্যাব জানিয়েছে, রাজধানীর ফার্মগেট সংলগ্ন খামারবাড়ীতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে সংগঠনের ২৯ জনের পরিচালক পদে মোট ভোটার ৪৭৬ জন।

এবারের নির্বাচনে চারটি প্যানেলে ৯৩ জন প্রার্থী অংশ নিচ্ছেন। পরিচালনা পর্ষদের ২৯ পদের মধ্যে ঢাকায় ২৬টির বিপরীতে ৮৬ জন প্রার্থী হয়েছেন। আর চট্টগ্রামের ৩টি পরিচালক পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৭ জন।

নির্বাচনে অংশ নেওয়া চার প্যানেলের মধ্যে রিহ্যাবের সাবেক সাধারণ সম্পাদক ও জাপান গার্ডেন সিটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওয়াহিদুজ্জামানের নেতৃত্বাধীন আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ, সেঞ্চুরি রিয়েলটির চেয়ারম্যান এম জি আর নাসির মজুমদারের নেতৃত্বে ডেভেলপারস ফোরাম, রিহ্যাবের সাবেক সহসভাপতি নজরুল ইসলামের নেতৃত্বে নবজাগরণ প্যানেল এবং সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ও হামিদ রিয়েল এস্টেট কনস্ট্রাকশনের এমডি ইন্তেখাবুল হামিদের নেতৃত্ব জয় ধারা প্যানেল।

AH
আরও পড়ুন