স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রতি মাসে জ্বালানি তেলের দাম সমন্বয় শুরুর দ্বিতীয় মাসে ডিজেল ও কেরোসিনের দাম কমাল সরকার। নতুন দর অনুযায়ী ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের খুচরা মূল্য ২ টাকা ২৫ পয়সা কমিয়ে ১০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
রোববার (৩১ মার্চ) বিকেলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায়। জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকার আলোকে এ দাম নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, ১ এপ্রিল সোমবার থেকেই জ্বালানি তেলের নতুন দর কার্যকর হবে। তবে অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে প্রতি লিটার অকটেন ১২৬ এবং পেট্রোল ১২২ টাকা দরে বিক্রি হচ্ছে।
