দাম কমল এলপি গ্যাসের  

আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ০৩:৩২ পিএম

তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বুধবার (৩ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন দর ঘোষণা করে বিইআরসি। 

বিইআরসি বলেছে, বুধবার সন্ধ্যা থেকেই নতুন দর কার্যকর হবে। ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১ হাজার ৪৮২ টাকা থেকে ৪০ টাকা কমিয়ে এক হাজার ৪৪২ টাকা নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থাটি। একইভাবে অন্যান্য আকারের এলপি গ্যাস সিলিন্ডারের দামও কমেছে। অন্যদিকে অটোগ্যাস লিটার প্রতি ৬৬.২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

SI/SA
আরও পড়ুন