ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

২০২৩ হিসাববছর

সোনালী ব্যাংকের মুনাফা ৭৪৭ কোটি টাকা

আপডেট : ০৭ মে ২০২৪, ০৭:৪২ পিএম

রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান সোনালী ব্যাংকের ২০২৩ সালের হিসাববছর শেষে মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ৭৪৭ কোটি টাকা। এই মুনাফা গত বছরের তুলনায় ৮৩ শতাংশ বেশি। মঙ্গলবার (৭ মে) ব্যাংকটির পরিচালনা পর্ষদ বছরটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। 

আর্থিক প্রতিবেদনে বলা হয়, গত বছরে সোনালী ব্যাংকের সুদ আয় (ইন্টারেস্ট ইনকাম) আগের বছরের তুলনায় ৩৪ শতাংশ এবং বিনিয়োগের ওপর আয় ৪৪ শতাংশ বেড়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়, সুদ আয় ও বিনিয়োগের ওপর ভর করে আয়ে বড় উত্থান হওয়ায় মুনাফা বেড়েছে। ২০২৩ সালে সুদ আয় ৩৪ শতাংশ বেড়ে হয়েছে ৫ হাজার ৮৭৩ কোটি টাকা, বিনিয়োগ আয় ৪৪ শতাংশ বেড়ে হয়েছে ৪ হাজার ৫৯৮ কোটি টাকা।

আর ব্যাংকটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস দাঁড়িয়েছে ১৬.৫০ টাকা। আর নিট সম্পদ মূল্য (নেট অ্যাসেট ভেলু) ২০৫.২৫ টাকায় দাঁড়িয়েছে।

NC/WA
আরও পড়ুন