ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে 

আপডেট : ০৯ মে ২০২৪, ০৫:১২ পিএম

দেশের দুই শেয়ারবাজারে সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে সূচকের পতন হয়েছে। আর বাজার দুটির মধ্যে ডিএসইতে টাকার অঙ্কে লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে। বৃহস্পতিবার (৯ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে ডিএসইএক্স সূচক কমেছে ২৯.৭৩ পয়েন্ট, লেনদেন হয়েছে ৯১১ কোটি ৩৭ লাখ টাকা। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)  প্রধান সূচক সিএএসপিআই কমেছে ৮১ পয়েন্ট সাথে লেনদেন হয়েছে ৫৭ কোটি ৯১ লাখ টাকা। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর বাজার তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার এক্সচেঞ্জটিতে লেনদেন শেষে ডিএসইএক্স ২৯.৭৩ পয়েন্ট কমে ৫৬৬১.০৪ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৭.৮৪ পয়েন্ট কমে ১২৪২.৫৭ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১০.৯৮ পয়েন্ট কমে ২০১৫.২৫ পয়েন্টে অবস্থান নিয়েছে।  

বাজারটিতে আজ ২৫ কোটি ৮৬ লাখ ১৪ হাজার ৩০৩টি শেয়ার ও মিউচুয়্যাল ফান্ডের লেনদেন হয়েছে। এসব শেয়ার ও ফান্ডের বাজার মূল্য দাঁড়িয়েছে ৯১১ কোটি ৩৭ লাখ টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৮৬৯ কোটি ৫৯ লাখ টাকা। এতে করে আজ এক্সচেঞ্জটিতে লেনদেন বেড়েছে প্রায় ৪২ কোটি টাকা।

এদিন ডিএসইতে লেনদেনের দিক দিয়ে শীর্ষ ১০ কোম্পানির তালিকায় প্রথমে উঠেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ারে লেনদেন হয়েছে ৩৯ কোটি ৩২ লাখ টাকা। দ্বিতীয় অবস্থানে উঠেছে মালেক স্পিনিং মিলস। কোম্পানিটির শেয়ারে লেনদেন হয়েছে ৩৭ কোটি ১৮ লাখ টাকা। তৃতীয় অবস্থানে উঠেছে বেস্ট হোল্ডিংস লিমিটেড । কোম্পানিটির লেনদেন হয়েছে ৩৩ কোটি ২২ লাখ টাকা।

ডিএসইর বাজারে আজ ৩৯২ টি কোম্পানি ও মিউচূয়্যাল ফান্ডের লেনদেন হয়েছে। এরমধ্যে দাম বেড়েছে ৯৩টির, কমেছে ২৫৮টির এবং অপরিবর্তিত ছিল ৫১টি কোম্পানির শেয়ার দর।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ বৃহস্পতিবার লেনদেন শেষে প্রধান সূচক সিএএসপিআই ৮১.১৯ পয়েন্ট কমে ১৬২৩১.৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে ২৩৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৬৩টির কোম্পানির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪ টির শেয়ার দর।

সিএসইতে আজ ৫৭ কোটি ৯১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন (বুধবার)  লেনদেন হয়েছিল ১১৩ কোটি ৬০ লাখ টাকা। অর্থাৎ এক্সচেঞ্জটিতে আজ লেনদেন কমেছে প্রায় ৫৬ কোটি টাকা।

HR/WA
আরও পড়ুন