জেনেক্স ইনফোসিসের মুনাফায় বড় প্রবৃদ্ধি, শেয়ারদরেও উল্লম্ফন

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৪৪ পিএম

তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি জেনেক্স ইনফোসিস পিএলসির চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) নিট মুনাফা বেড়েছে ১৭ শতাংশের বেশি। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৯ কোটি ৭৬ লাখ টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৮ কোটি ৩১ লাখ টাকা।

বুধবার (১৭ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের সার সংক্ষিপ্ত বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে জেনেক্স ইনফোসিসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮১ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৬৯ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ১৪ পয়সায়।

এদিকে প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশের দিনে আজ কোম্পানির শেয়ারদরে বড় উল্মোফন দেখা গেছে। বেলা পৌনে ১২টা পর্যন্ত শেয়ারটির দর প্রায় ৫ শতাংশ বা ১ টাকা ২০ পয়সা বেড়েছে। গতকাল ২৪ টাকা ২০ পয়সায় লেনদেন শেষে হওয়া শেয়ারটির দর এ সময় পর্যন্ত বেড়ে ২৫ টাকা ৪০ পয়সায় উঠেছে।

সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করছে কোম্পানিটি। এর আগে ২০২৩-২৪ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ বিনিয়োগকারীদের ৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। তার আগের অর্থবছরের জন্য বিনিয়োগকারীদের ৬ শতাংশ নগদের পাশাপাশি ৪ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল জেনেক্স ইনফোসিস।

SN
আরও পড়ুন