ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

দেশে কমেছে চা উৎপাদন

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩০ এএম

দেশে চলতি বছরের জানুয়ারি-আগস্ট পর্যন্ত দেশে চা উৎপাদন কমেছে। বছরে উৎপাদন মৌসুমে প্রায় ১১ কোটি কেজি চা উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল। তবে আশানুরূপ বৃষ্টিপাত না হওয়ায় মাসভিত্তিক লক্ষ্য থেকে পিছিয়ে রয়েছে চা খাত। সেপ্টেম্বরজুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকায় বছর শেষে লক্ষ্যমাত্রা অর্জনে এখনো সম্ভাবনা দেখছেন চা বাগান সংশ্লিষ্টরা। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

চা বোর্ডের মাসভিত্তিক উৎপাদন তথ্য পর্যালোচনায় দেখা গেছে, আগস্ট পর্যন্ত দেশের চা উদ্যোক্তারা উৎপাদন করেছে সর্বমোট ৪ কোটি ৯৫ লাখ ৩২ হাজার কেজি চা। আগের বছরের একই সময় এ পরিমাণ ছিল ৫ কোটি ৪৬ লাখ ৯৫ হাজার কেজি। এ হিসাবে চলতি মৌসুমের এ পর্যন্ত আগের বছরের তুলনায় পণ্যটির উৎপাদন কমেছে ৫১ লাখ ৬৩ হাজার কেজি।

এ বিষয়ে চট্টগ্রামের উদালিয়া চা বাগানের কো-অর্ডিনেটর মো. জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বলেছেন, দেশে চা উৎপাদনে গুরুত্বপূর্ণ মৌসুম হলো বর্ষা। এ সময়ে ধারাবাহিক বৃষ্টিপাত না হলে চা উৎপাদনে প্রভাব পড়ে। চা উৎপাদন ভালো হওয়ার জন্য বৃষ্টিপাত ও রৌদ্রোজ্জ্বল পরিবেশ মিলিয়ে একটি অনন্য আবহাওয়া জরুরি। কিন্তু চলতি বছর গরমের তীব্রতা বেশি ছিল। যার প্রভাব পড়েছে উৎপাদনে।

বাগান মালিকরা বলছেন, প্রতি বছর জুন-অক্টোবর পর্যন্ত দেশে গড়ে দেড় কোটি কেজি করে চা উৎপাদন হয়। গত বছরের আগস্টে দেশে ১ কোটি ৪৪ লাখ ৮৯ হাজার কেজি চা উৎপাদন হয়েছিল। চলতি বছর একই সময় তা কমে ১ কোটি ৩৮ লাখ ৫ হাজার কেজিতে নেমে এসেছে। আগামী কয়েক মাস উৎপাদনের প্রবৃদ্ধি ধরে রাখা না গেলে বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হয়ে পড়বে।

দেশে জানুয়ারি-মার্চ পর্যন্ত সবচেয়ে কম চা উৎপাদন হয়। জানুয়ারিতে সারা দেশে চা উৎপাদন হয়েছে মাত্র ১ লাখ ৭৫ হাজার কেজি। ফেব্রুয়ারিতে তা ৪২ হাজার কেজিতে নেমে আসে। মার্চে এ পরিমাণ ছিল ১৫ লাখ ৯৩ হাজার কেজি।

বাংলাদেশ চা বোর্ড দেশের ১৬৮টি চা বাগান ও ক্ষুদ্রায়তন চা চাষের উপযোগী জমিতে এ বছর ১০ কোটি ৮০ লাখ কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। দেশে সাধারণত জুন-অক্টোবর পর্যন্ত সর্বোচ্চ পরিমাণ চা উৎপাদনের সুযোগ থাকে। তবে জুন-জুলাইয়ে পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাবে আশানুরূপ চা উৎপাদন হয়নি।

MB/FI
আরও পড়ুন