ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কপ-২৯ জলবায়ু চুক্তি

দরিদ্র দেশগুলো বছরে পাবে ৩০০ বিলিয়ন ডলার

জলবায়ু সম্মেলনে এ অর্থায়নের বিষয়ে একমত হন প্রায় ২০০ দেশের প্রতিনিধিরা। ২০৩৫ সাল পর্যন্ত এ অর্থ দেওয়া হবে।

আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ০১:০১ পিএম

জলবায়ু পরিবর্তন সংকটে ঝুঁকিতে থাকা দরিদ্র দেশগুলোকে প্রতিবছর ৩০০ বিলিয়ন (৩০ হাজার কোটি) ডলার দেবে পরিবেশ দূষণকারী ধনী দেশগুলো। স্থানীয় সময় রোববার (২৪ নভেম্বর) রাত ৩টার দিকে কিছু পরিবর্তনের পর দেশগুলো অবশেষে চুক্তিটি পাস করে। আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে এ অর্থায়নের বিষয়ে একমত হন প্রায় ২০০ দেশের প্রতিনিধিরা। ২০৩৫ সাল পর্যন্ত এ অর্থ দেওয়া হবে।বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তবে ভারত এ ব্যাপারে হতাশা প্রকাশ করেছে। সম্মেলনে ভারতের প্রতিনিধি লীলা নন্দন বলেন, আমরা এটি গ্রহণ করতে পারি না। প্রস্তাবিত লক্ষ্য আমাদের জন্য কিছুই সমাধান করবে না। এটি আমাদের দেশের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় জলবায়ু কর্মকাণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি অর্থের এই পরিমাণকে খুবই কম বলে অভিহিত করেন।

জাতিসংঘের জলবায়ু সংস্থার প্রধান সাইমন স্টিল বলেছেন, এটি কঠিন একটি যাত্রা ছিল। কিন্তু আমরা চুক্তি সম্পন্ন করতে পেরেছি। তবে এই আলোচনায় গত বছরে পাস হওয়া চুক্তির ওপর ভিত্তি করে নতুন কোনো উদ্যোগ নেয়া হয়নি, যা দেশগুলোকে জ্বালানি তেলের ব্যবহার থেকে সরে যাওয়ার জন্য জোর দিতে পারে।

উন্নয়নশীল দেশগুলো এবং যেসব দেশ জলবায়ু পরিবর্তনের জন্য বিশেষভাবে ঝুঁকিপূর্ণ, তারা স্থানীয় সময় শনিবার (২৩ নভেম্বর) দুপুরে আলোচনার স্থান ছেড়ে চলে যায়। ছোট দ্বীপ রাষ্ট্রগুলোর জোটের চেয়ারম্যান সেড্রিক শুস্টার বলেন, আমি অতিরঞ্জিত করছি না যখন বলছি আমাদের দ্বীপগুলো ডুবে যাচ্ছে! আমাদের দেশের নারী, পুরুষ এবং শিশুদের কাছে কীভাবে আমরা একটি দুর্বল চুক্তি নিয়ে ফিরে যাব?

MB/FI
আরও পড়ুন