ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না: উপদেষ্টা

তিনি বলেন, দেশে যথেষ্ট আমদানি ব্যবস্থা রয়েছে।  নিত্যপণ্যেরও সথেষ্ট মজুত আছে। আসন্ন রমজানে দ্রব্যমূল্য বাড়বে না। নিত্যপণ্যেরও সথেষ্ট মজুত আছে। আসন্ন রমজানে দ্রব্যমূল্য বাড়বে না।

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪০ পিএম

আসন্ন পবিত্র রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না বলে মন্তব্য করেন অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।

তিনি বলেন, দেশে যথেষ্ট আমদানি ব্যবস্থা রয়েছে।  নিত্যপণ্যেরও সথেষ্ট মজুত আছে। আসন্ন রমজানে দ্রব্যমূল্য বাড়বে না।

রোববার (২ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে বিদ্যমান বাজার পরিস্থিতি নিয়ে 'খাদ্যপণ্যের যৌক্তিক দাম: বাজার তত্ত্বাবধানের কৌশল অনুসন্ধান' শীর্ষক নীতি সম্মেলনে তিনি এ কথা বলেন।

এস আলম পালিয়ে যাওয়ার পরেও বাজারে তেমন বিপত্তি নেই বলেও জানান শেখ বশিরউদ্দিন। তিনি বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে গেছে বিগত সরকার। এটা থেকে বের হওয়ার রাস্তা সহজ হবে না। 

তিনি আরও বলেন, সরকার মূল্যস্ফীতি নিয়ে কাজ করছে। ব্যবসায়ীদের লোভ কমাতে কাজ করতে হবে। 

MN
আরও পড়ুন