ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

চট্টগ্রামে রোজার আগে ‘সয়াবিন তেল সংকট’

নগরীর হালিশহরের এক দোকানি বলেন, প্যাকেটজাত তেল এক মাসের বেশি সময় ধরে তারা পাচ্ছেন না। কিছুদিন ধরে বোতলজাত তেলের সংকট সৃষ্টি হয়েছে। 

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩৭ পিএম

রোজার আগে চট্টগ্রামের বাজারগুলোতে সবজি স্থিতিশীল থাকলেও সয়াবিন তেলের সংকটের দাবি করেছে ভোক্তারা। শুক্রবার (২৮ ফেটব্রুয়ারি) নগরীর বিভিন্ন বাজার ও মহল্লার দোকানগুলোতে এমন চিত্র দেখা গেছে।

সকালে নগরের চকবাজার কাঁচাবাজারে আগত ক্রেতা জামসেদ আলীর ভাষ্য, সবসময় রোজার আগে কিছু না কিছুর সংকট সৃষ্টি হয় বাজারে। স্বাভাবিকভাবে রোজায় তেলের ব্যবহার একটু বেশি হয়। তাই সয়াবিন তেলের একটা সংকট সৃষ্টি হয়েছে।

তবে তিনি এটাকে কৃত্রিম সংকট বলে দাবি করেছেন, এর পাশাপাশি সরকারকে এ বিষয়ে খতিয়ে দেখারও অনুরোধ জানিয়েছেন। 

তদবে এ বিষয়ে বিক্রেতাদের দাবি, প্রায় এক মাস ধরে সয়াবিন তেলের সংকট চলেছে। গত কয়েকদিন ধরে এ সংকট আরও প্রকট হয়েছে। কোনো প্রতিষ্ঠান তেল সরবরাহ করছে না।

নগরীর হালিশহরের এক দোকানি বলেন, প্যাকেটজাত তেল এক মাসের বেশি সময় ধরে তারা পাচ্ছেন না। কিছুদিন ধরে বোতলজাত তেলের সংকট সৃষ্টি হয়েছে। 

তবে সয়াবিন তেলের সংকট থাকলেও এবার রোজার আগে ছোলার দাম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন দোকানিরা।

RA
আরও পড়ুন