ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

একীভূত হচ্ছে আরও ৬ ব্যাংক

আপডেট : ২৬ মে ২০২৫, ০৮:০৪ পিএম

একীভূত হয়ে সরকারের নিয়ন্ত্রণে আসছে দুর্বল ৬টি ব্যাংক। ইতোমধ্যে নিয়ন্ত্রক সংস্থা এসব আর্থিক প্রতিষ্ঠানগুলোর সম্পদ পর্যালোচনা করেছে। জুলাইয়ের মধ্যে এসব ব্যাংক সরকারের নিয়ন্ত্রণে নিয়ে আসার প্রক্রিয়া শেষ হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

দুর্বল ৬ ব্যাংক হলো: সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল), ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক পিএলসি, এক্সিম ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক লিমিটেড।

বিগত দেড় দশকে লুটপাট আর অনিয়মে যে পরিমাণ অর্থ খোয়া গেছে, তা ইতিহাসে বিরল। এ কারণে ভয়াবহ অবস্থায় এক সময়ের ভালো প্রতিষ্ঠানগুলোও। ছোট ব্যাংকের অবস্থা তুলনামূলক আরও খারাপ।

গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, আসছে জুলাইয়ের মধ্যে এসব ব্যাংকগুলোকে সরকারি মালিকানায় নিয়ে প্রয়োজনীয় পুঁজি যোগান দেয়া হবে। এরপর ভিত্তি শক্ত হওয়ার পর বিদেশি বিনিয়োগকারী খোঁজা হবে।

Raj/AHA
আরও পড়ুন