বিজিএমইএ পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোট গ্রহণ চলছে। তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠনটির নির্বাচনে ঢাকায় প্রথম আড়াই ঘণ্টায় ভোট দিয়েছেন ২২৫ জন ভোটার।
শনিবার (৩১ মে) ঢাকার রেডিসন হোটেলে সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়। একই সঙ্গে চট্টগ্রামেও চলছে ভোট গ্রহণ।
বিজিএমইএ জানায়, ঢাকায় ভোটারের সংখ্যা ১ হাজার ৫৬১। এর মধ্যে সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত ভোট দিয়েছেন ১৪ দশমিক ৪১ শতাংশ ভোটার।
সংগঠনটির ৩৫টি পরিচালক পদে নির্বাচনকেন্দ্রিক তিন জোট- ফোরাম, সম্মিলিত পরিষদ ও ঐক্য পরিষদ প্রতিদ্বন্দ্বিতা করছে। তবে ভোটে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ফোরাম ও সম্মিলিত পরিষদের মধ্যে। এই দুই প্যানেল ঢাকা ও চট্টগ্রামে সব পদে প্রার্থী দিয়েছে। অন্যদিকে ঐক্য পরিষদের প্রার্থী মাত্র ছয়জন। অর্থাৎ মোট প্রার্থী ৭৬ জন। এবার ভোটার হয়েছেন মোট ১ হাজার ৮৬৪ জন। এর মধ্যে ঢাকায় ১ হাজার ৫৬১ ও চট্টগ্রামে ৩০৩ জন ভোটার। আগেরবার মোট ভোটার ছিলেন ২ হাজার ৪৯৬ জন। এবার শুধু সচল কারখানার উদ্যোক্তারা ভোটার হওয়ার সুযোগ পেয়েছেন। সে কারণে ভোটারের সংখ্যা কমেছে।
নির্বাচনে ফোরামের প্যানেল লিডার বা দলনেতা হিসেবে আছেন রাইজিং ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহমুদ হাসান খান। এর আগে সংগঠনের সহসভাপতির দায়িত্বে ছিলেন তিনি। অন্যদিকে সম্মিলিত পরিষদের দলনেতা হলেন চৈতি গ্রুপের এমডি মো. আবুল কালাম। এক দশক আগে সংগঠনের পরিচালক ছিলেন তিনি।
