ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোরবানির পশুর হাটের কাছাকাছি ব্যাংকের শাখা ও উপশাখার কার্যক্রম শুক্রবারও চলবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ মঙ্গলবার (৩ জুন) থেকে ঈদের আগের দিন শুক্রবার (৬ জুন) রাত ১০টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম চলবে।
সম্প্রতি ‘ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ’ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।
নির্দেশনায় বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় যথাক্রমে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে কোরবানির পশুর হাট পরিচালিত হবে।
এ ছাড়াও হাটে অস্থায়ী ব্যাংক বুথ বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। বুথে নগদ লেনদেনের পাশাপাশি নতুন হিসাব খোলার সুযোগও থাকবে। অতিরিক্ত দায়িত্বে ব্যাংক কর্মকর্তাদের বিশেষ ভাতা দেওয়ার কথাও বলা হয়েছে নির্দেশে।
আশাব্যঞ্জক বাজেট হয়নি: ডিসিসিআই সভাপতি