ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে 

আপডেট : ১১ জুন ২০২৫, ১০:১৪ এএম

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। এর কারণে হিসেবে যুক্তরাষ্ট্র ও চীন বাণিজ্য আলোচনায় অগ্রগতির সম্ভাবনা এবং সৌদি আরবের চীনে অপরিশোধিত তেল সরবরাহ সামান্য কমে যাওয়া পূর্বাভাসকে ধরা হচ্ছে। 

মঙ্গলবার (১০ জুন) পাকিস্তানের সংবাদমাধ্যম বিজনেস রেকর্ডারের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৩৪ সেন্ট বা ০ দশমিক ৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৭ দশমিক ৩৮ ডলারে।

এ দিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও ৩৩ সেন্ট বা ০ দশমিক ৫ শতাংশ বেড়ে পৌঁছেছে ৬৫ দশমিকত ৬২ ডলারে। এর আগের দিন ব্রেন্টের দর উঠেছিল ৬৭ দশমিক ১৯ ডলারে, যা ছিল ২৮ এপ্রিলের পর সর্বোচ্চ।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্য আলোচনা বাজারে ইতিবাচক মনোভাব তৈরি করেছে। লন্ডনে দ্বিতীয় দিনের মতো আলোচনা চলতে থাকায় বিনিয়োগকারীরা আশাবাদী হয়ে উঠেছে।

গোল্ডম্যান স্যাকস-এর বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-চীন আলোচনার ইতিবাচক গতি এবং যুক্তরাষ্ট্রের কর্মসংস্থানের সদর্থক প্রতিবেদন বিশ্ববাজারে তেলের চাহিদা নিয়ে উদ্বেগ হ্রাস করেছে।

এদিকে, সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকো জুলাই মাসে চীনে প্রায় ৪৭ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করবে বলে জানিয়েছে, যা জুন মাসের তুলনায় ১০ লাখ ব্যারেল কম। এই পরিস্থিতি ওপেক প্লাস জোটের ঘোষিত উৎপাদন বৃদ্ধির মধ্যেও সরবরাহে ভারসাম্যের বার্তা দিচ্ছে।

RA
আরও পড়ুন