যুক্তরাষ্ট্রের বাণিজ্যনীতির অস্থিরতা ও শুল্ক বাড়ানোর ফলে চলতি বছরে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস শূন্য দশমিক ৪ শতাংশ কমিয়ে ২ দশমিক ৩ শতাংশে নামিয়েছে বিশ্বব্যাংক।
মঙ্গলবার (১০ জুন) প্রকাশিত বিশ্বব্যাংকের অর্ধবার্ষিক গ্লোবাল ইকোনমিক প্রোসপেক্টাস প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র, চীন, ইউরোপসহ প্রায় ৭০ শতাংশ দেশ ও ছয়টি উদীয়মান অর্থনৈতিক অঞ্চলের প্রবৃদ্ধির পূর্বাভাস কমানো হয়েছে। যা গত ছয় মাস আগের হিসাব থেকে একেবারে ভিন্ন।
বিশ্বব্যাংক বলছে, ট্রাম্পের সময়ে কার্যকর হওয়া একের পর এক শুল্ক বৃদ্ধির ফলে যুক্তরাষ্ট্রে গড় শুল্কহার শতবর্ষের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, যা ৩ শতাংশ থেকে বেড়ে মধ্য দশকের ঘরে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের জবাব দিতে ইতোমধ্যে চীনসহ বিভিন্ন দেশও মার্কিন পণ্য আমদানির ওপর পাল্টা শুল্ক আরোপ করেছে।
তবে বিশ্বব্যাংক সরাসরি মন্দার পূর্বাভাস না দিলেও সর্তক করে জানিয়েছে, চলতি ২০২৫ এ বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে এমন এক দুর্বল অবস্থায় নামবে, যা ২০০৮ সালের পর মন্দা ব্যতিরেকে সবচেয়ে দুর্বল। আগামী ২০২৭ সাল নাগাদ বৈশ্বিক মোট দেশজ উৎপাদনের (জিডিপি) গড় প্রবৃদ্ধি হবে মাত্র ২ দশমিক ৫ শতাংশ, যা ১৯৬০ এর দশকের থেকে কোনো একক দশকে সবচেয়ে ধীরগতির প্রবৃদ্ধি।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে 