‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন সিরিজের ১০০ টাকার নোট আজ ( ১২ আগস্ট) থেকে বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক।
প্রথমে মতিঝিল অফিস থেকে ইস্যু করা হলেও ধাপে ধাপে এটি বাংলাদেশ ব্যাংকের অন্যান্য শাখা অফিস থেকেও পাওয়া যাবে। রোববার (১০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।
নতুন নোটের সম্মুখভাগে বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদ এবং জাতীয় ফুল শাপলার ছবি রয়েছে। পেছনের অংশে তুলে ধরা হয়েছে দেশের আরেক ঐতিহ্য সুন্দরবনের মনোরম দৃশ্য। নোটটির আকার ১৪০ মিমি × ৬২ মিমি এবং এতে নীল রঙের আধিক্য রয়েছে।
নতুন ১০০ টাকার নোটে মোট ১০টি আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য:
রঙ পরিবর্তনশীল নিরাপত্তা কালি: নোট নাড়ালে ডান কোণায় থাকা ‘১০০’ সংখ্যা সোনালি থেকে সবুজে রঙ বদলাবে।
পেঁচানো নিরাপত্তা সুতা: লাল ও রূপালি রঙের নিরাপত্তা সুতা টিল্ট করলে লাল থেকে সবুজে পরিবর্তিত হবে এবং এতে খচিত থাকবে ‘১০০ টাকা’ লেখা।
জলছাপ: রয়েল বেঙ্গল টাইগারের মুখাবয়ব, ‘১০০’ সংখ্যা ও বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম।
দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য চিহ্ন: নিচের দিকে তিনটি উঁচু বিন্দু থাকবে, যা স্পর্শ করে শনাক্ত করা যাবে।
See-through image, মাইক্রোপ্রিন্ট, UV ফাইবার, ইন্টাগ্লিও প্রিন্টিং: যা শুধুমাত্র বিশেষ যন্ত্র বা ম্যাগনিফায়িং গ্লাসে দেখা যাবে।
UV কিউরিং ভার্নিশ: দুই পাশে চকচকে কোটিং যুক্ত করা হয়েছে, যা নোটের স্থায়িত্ব ও উজ্জ্বলতা বাড়াবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন নোট চালুর পাশাপাশি বর্তমানে প্রচলিত অন্যান্য সব নোট ও কয়েন চালু থাকবে। মুদ্রা সংগ্রাহকদের জন্য ‘নমুনা নোট’ (Specimen) প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এটি রাজধানীর মিরপুরে অবস্থিত টাকা জাদুঘর থেকে সংগ্রহ করা যাবে।
ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক পোশাক শিল্প প্রদর্শনী
ঝাঁজ বেড়েছে পেঁয়াজের