আন্তর্জাতিক বাজারে মূল্য না কমায় সয়াবিন তেলের দাম আপাতত কমানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন বাণিজ্য সচিব। তবে পাম অয়েলের দাম প্রতি লিটারে ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
বাণিজ্য সচিব বলেন, ‘সয়াবিন তেলের আন্তর্জাতিক বাজারমূল্য এখনো অনেক বেশি। ফলে দেশের বাজারেও তা কমানো যাচ্ছে না। তবে পাম অয়েলের আন্তর্জাতিক মূল্য হ্রাস পাওয়ায় দেশে এর দাম সমন্বয় করা হয়েছে।’
নতুন মূল্য অনুযায়ী, খোলা পাম অয়েলের প্রতি লিটারের দাম হবে ১৫০ টাকা, যা আগে ছিল ১৬৯ টাকা। নতুন দাম অবিলম্বে কার্যকর হবে।
