আওয়ামী শাসনামলে লুটপাট ও অব্যবস্থাপনার কারণে আর্থিক সংকটে পড়া আরও তিন ব্যাংকের সম্পদের মান যাচাইয়ে কাজ শুরু করেছে আন্তর্জাতিক নিরীক্ষা প্রতিষ্ঠান ডেলয়েট।
ব্যাংক তিনটি হলো, আইএফআইসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং এবি ব্যাংক। এই নিরীক্ষার ফলাফলের ভিত্তিতে ব্যাংকগুলোর ভবিষ্যৎ নির্ধারিত হবে। একীভূত করা হবে, অন্য ব্যাংকের কাছে হস্তান্তর (অধিগ্রহণ), অবসায়ন কিংবা পুঁজি সহায়তার মাধ্যমে পুনর্গঠন করা হবে কিনা, তা নির্ধারণ করবে বাংলাদেশ ব্যাংক।
সম্পদের মান যাচাই বা অ্যাসেট কোয়ালিটি রিভিউ (AQR)-এর এই কার্যক্রমের আওতায় সম্প্রতি ডেলয়েট প্রতিনিধি দল আইএফআইসি ব্যাংকের প্রধান কার্যালয় পরিদর্শন করেছে। পরিদর্শনে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এর আগে, চলতি বছরের জুলাই মাসে বাংলাদেশ ব্যাংক দ্বিতীয় দফায় আরও ১১টি ব্যাংকে AQR চালুর সিদ্ধান্ত নেয়, যার অর্থায়ন করছে বিশ্ব ব্যাংক। সংশ্লিষ্ট ১১টি ব্যাংকের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক, ইউসিবি, এনআরবি, প্রিমিয়ার ব্যাংক, মেঘনা ব্যাংক, এবং বাংলাদেশ কমার্স ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের একাধিক সূত্র জানিয়েছে, এই নিরীক্ষার মাধ্যমে ব্যাংকগুলোর প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ, পুঁজির ঘাটতি, আমানতের প্রকৃত হিসাব, ও ঝুঁকিপূর্ণ সম্পদের মাত্রা পর্যালোচনা করা হচ্ছে। এসব তথ্যের ভিত্তিতে ভবিষ্যতে ব্যাংক একীভূতকরণ বা পুনর্গঠনের খরচও নির্ধারিত হবে।
এর আগে, আর্নেস্ট অ্যান্ড ইয়াং ও কেপিএমজি নামে আন্তর্জাতিক দুটি নিরীক্ষা প্রতিষ্ঠান এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে EXIM, SIBL, ICB ইসলামিক, First Security Islami, Global Islami ও Union Bank-এর AQR সম্পন্ন করে। এসব ব্যাংকের প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ পূর্বের তুলনায় চার গুণ বেশি পাওয়া গেছে।
বিশেষভাবে লক্ষণীয়, ICB ইসলামিক ব্যাংকের মালিকানা বিদেশিদের হাতে থাকায় আপাতত একীভূতকরণের বাইরে রাখা হয়েছে। তবে বাকি পাঁচটি শরিয়াভিত্তিক ব্যাংককে একত্র করে একটি নতুন ব্যাংক গঠনের পরিকল্পনা রয়েছে। এই প্রক্রিয়ায় সরকারের পুঁজিসহায়তা হিসেবে ২০ হাজার কোটি টাকা ও ১৫ হাজার কোটি টাকা আমানত সুরক্ষা তহবিল ও আন্তর্জাতিক সংস্থার সহায়তা থেকে সংগ্রহ করার পরিকল্পনা রয়েছে।
খাতসংশ্লিষ্টদের মতে, দেশের ব্যাংক খাত পুনর্গঠনে এই আন্তর্জাতিক নিরীক্ষা কার্যক্রম একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে একীভূতকরণ বা অবসায়ন যেকোনো সিদ্ধান্তই হবে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে স্পর্শকাতর।
স্বপ্ন প্রথমবারের মতো চালু করলো ‘সেলফ-চেকআউট কাউন্টার’
জুলাইয়ে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধির হার ২৪.৩৩ শতাংশ
জুলাইয়ে রাজস্ব আদায় ২৭২৪৭ কোটি টাকা, প্রবৃদ্ধি ২৪.৩২ শতাংশ