ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ঢাকায় আন্তর্জাতিক টেক্সটাইল প্রদর্শনী শুরু কাল

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৫ এএম

টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন্স ২০২৫ উপলক্ষে চার দিনব্যাপী ২৪ তম আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে সেমস-গ্লোবাল ইউএসএ। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ) প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত হবে।  প্রদর্শনীতে ২২৪৫টির অধিক বুথসহ ৩৭টি দেশের প্রায় ১৪৭৫টিরও বেশি কোম্পানি অংশগ্রহণ করবে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সেমস-গ্লোবাল ইউএসএ’র জনসংযোগ ও যোগাযোগ বিভাগ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমান। এছাড়াও অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সেমস-গ্লোবাল, ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বস্ত্র ও পাট মন্ত্রণালযয়ের মহাপরিচালক মো. শহিদুল ইসলাম, বিসিক চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, রপ্তানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক-১ (যুগ্ম সচিব) বেবী রানি কর্মকার, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ডের মহাপরিচালক (যুগ্ম সচিব) মো. মুজিব-উল-ফেরদৌস, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম ও বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান প্রমুখ।

SN
আরও পড়ুন