ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মারিয়টে দক্ষিণ এশিয়ার প্রথম বাংলাদেশি জিএম আল আমিন

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:২০ পিএম

আতিথেয়তা শিল্পে বাংলাদেশের জন্য এক গর্বের মুহূর্ত। মো. আল আমিন বিশ্বের অন্যতম শীর্ষ হোটেল চেইন মারিয়ট ইন্টারন্যাশনালের ইতিহাসে দক্ষিণ এশিয়ার প্রথম বাংলাদেশি জেনারেল ম্যানেজার (জিএম) হিসেবে নিয়োগ পেয়েছেন।

এই অর্জনের মাধ্যমে তিনি শুধু নিজের ক্যারিয়ারে নয়, বাংলাদেশের আতিথেয়তা খাতেও স্থাপন করলেন এক ঐতিহাসিক মাইলফলক। এটি দেশের জন্য একটি জাতীয় গৌরবের মুহূর্ত, যা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্বকে আরও শক্তিশালী করবে।

মো. আল আমিনের পেশাগত জীবনে রয়েছে ১৮ বছরেরও বেশি সফল অভিজ্ঞতা, যার মধ্যে রয়েছে আতিথেয়তা ব্যবস্থাপনা, ব্যবসা উন্নয়ন, বিলাসবহুল ব্র্যান্ড মার্কেটিং এবং প্রকল্প ব্যবস্থাপনা। তিনি কাজ করেছেন বিশ্বের খ্যাতনামা প্রতিষ্ঠানগুলোর সাথে, যেমন-

  • Marriott International
  • Starwood Hotels & Resorts
  • Pan Pacific Group

এসব প্রতিষ্ঠানে তিনি দীর্ঘদিন ধরে সিনিয়র নেতৃত্বের দায়িত্ব পালন করে আসছেন।

এমন একটি অর্জন তরুণ প্রজন্মের আতিথেয়তা পেশাজীবীদের জন্য হতে পারে এক প্রেরণাদায়ী উদাহরণ, যারা আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে চায়।

খবর সংযোগের পক্ষ থেকে মো. আল আমিনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন!

DR/SN
আরও পড়ুন